‘বহুরূপী’র শুটিং ফ্লোরে গুরুতর আহত শিবপ্রসাদ
নতুন ছবি ‘বহুরূপী’র শুটিং ফ্লোরে গুরুতর আহত টলিউডের জনপ্রিয় পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময়ই গুরুতর চোট পান তিনি।
এই ছবিতে শিবপ্রসাদ শুধু পরিচালনা নয়, অভিনয়ও করছেন। ইন্ডাস্ট্রি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার এক অ্যাকশন দৃশ্যে উঁচু থেকে লাফ দেওয়ার সময় হঠাৎ কোমরে গুরুতর চোট পান পরিচালক। তাঁকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর অনুযাযী, পরিচালকের এমআরআই করা হয়েছে। সিটি স্ক্যান রিপোর্টে দুটো হাড়ে চিড় ধরা পড়েছে।
প্রসঙ্গত, গত বছরের পুজোয় বক্স অফিসের গেম চেঞ্জার টলিপাড়ার সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’। আর এবার চলতি বছরের পুজোতেও বড়সড় চমক নিয়ে হাজির হতে চলেছেন এই জুটি। ২০২৪ সালের পুজোয় মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি ‘বহুরূপী’।
‘বহুরূপী’ ছবি নিয়ে শিবপ্রসাদ জানিয়েছিলেন, ”২০১১ সাল থেকেই পরিকল্পনা ছিল এই ছবি তৈরি করার। মুক্তধারা সিনেমার শুটিংয়ের সময় থেকেই এই বিষয় নিয়ে ছবির পরিকল্পনা চলছিল।”
শিবপ্রসাদের কথায়, ”ছবিটির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-০৫-এর সময়টা জুড়ে। পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনার উপর নির্ভর করেই তৈরি হচ্ছে এই ছবি। ভীষণভাবে সত্য নির্ভর এই ছবি। এই ঘটনার সঙ্গে যুক্ত চরিত্ররা এখনও বেঁচে রয়েছেন। তাঁরা ছবির সঙ্গে ভীষণভাবে যুক্ত। তাঁরা জবানবন্দিও দিয়েছেন, ছবিটা করার জন্য। এটা আরও বড় একটা ঘটনা।