You will be redirected to an external website

Shruti Das: চুপিসারে বিয়ে করলেন টলিপাড়ার চর্চিত যুগল শ্রুতি-স্বর্ণেন্দু

Shruti-Das:-চুপিসারে-বিয়ে-করলেন-টলিপাড়ার-চর্চিত-যুগল-শ্রুতি-স্বর্ণেন্দু

বিয়ে করলেন টলিপাড়ার চর্চিত যুগল শ্রুতি-স্বর্ণেন্দু

বিয়ে করলেন ছোট পর্দার চর্চিত যুগল অভিনেত্রী শ্রুতি দাস এবং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। সমাজমাধ্যমে যুগল পোস্ট করে খবরটি প্রকাশ্যে এনেছেন।তবে শোনা যাচ্ছে, শ্রুতি এবং স্বর্ণেন্দু আইনি বিয়ে সেরেছেন। অনুষ্ঠানে দুই পক্ষের পরিবার এবং বন্ধুবান্ধব নিমন্ত্রিত ছিলেন।

‘ত্রিনয়নী’ সিরিয়ালের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন শ্রুতি। তার পর ‘দেশের মাটি’, পেরিয়ে এখন ‘রাঙা বউ’ সিরিয়ালে দর্শক শ্রুতিকে দেখছেন। কর্মসূত্রেই স্বর্ণেন্দুর সঙ্গে অভিনেত্রীর আলাপ। দীর্ঘ দিন ধরে সম্পর্কে ছিলেন শ্রুতি এবং স্বর্ণেন্দু। জানা যাচ্ছে, রবিবার দক্ষিণ কলকাতার এক অনুষ্ঠান ভবনে সামাজিক বিয়ে সেরেছেন যুগল। ইনস্টাগ্রামে নিজেদের নামাঙ্কিত কেকের ছবি দিয়েছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, ‘‘মিস টু মিসেস।’’ তবে তাঁদের বিয়ের বিভিন্ন মুহূর্ত কিন্তু সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেমন মালাবদল ছাড়াও সিঁদুরদানের ছবিও রয়েছে। একটি ছবিতে শ্রুতিকে মাটিতে হাঁটু মুড়ে স্বর্ণেন্দুকে আংটি পরাতেও দেখা গিয়েছে। বিয়ের জন্য বর-বৌ-এর পোশাকের থিম ছিল সাদা। স্বর্ণেন্দুর পরনে ছিল সাদা ধুতি এবং পাঞ্জাবি। অন্য দিকে শ্রুতির পরনে সাদা শাড়ি। রুপোর অলঙ্কারে সেজেছিলেন কনে।

টলিপাড়ার এই চর্চিত যুগলকে নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক দানা বেঁধেছে। মাঝে এ রকমও শোনা গিয়েছিল যে তাঁদের বিচ্ছেদ হয়েছে। এমনকি, স্বর্ণেন্দু পরিচালিত ‘রাঙা বউ’ সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় প্রত্যাবর্তনের জন্যও কটাক্ষ শুনতে হয়েছিল শ্রুতিকে। তবে এখন সে সব অতীত।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Swastika-Mukherjee:-‘রবিঠাকুরের-চরিত্রে-কেউ-অভিনয়-করতে-পারবেন-না’,-:স্বস্তিকা Read Next

Swastika Mukherjee: ‘রবিঠাকুরের চরি...