বাবা তাঁর সবচেয়ে প্রিয় বন্ধু ! সংগৃহীত ছবি
বর্তমানে প্রতিষ্ঠিত গায়িকা হলেও একটা সময় বেশ কষ্টেই কাটিয়েছেন গায়িকা ইমন । সে মা’কে হারিয়েছেন ছোটবেলায়। বাবা শঙ্কর চক্রবর্তী ইমন চক্রবর্তীর জীবনের অনেকটা জুড়ে। সাধারণ মধ্যবিত্ত পরিবার মফঃস্বলের মেয়ে ইমনের বেড়ে ওঠা কিন্তু মোটেও ‘সোনার চামচ মুখে নিয়ে’ নয় ।
তবে ওই যে কবি বলেছেন, ‘চিরদিন কাহারও সমান নাহি যায়’। আজ সাফল্যের চূড়ায় বসা মেয়েটি কিন্তু ভোলেননি লড়াইয়ের কথা। বাবা তাঁর প্রিয় বন্ধু। মা নেই। কিন্তু বাবার যত্নের যাতে ত্রুটি না হয় সে ব্যাপারে সদা সচেষ্ট ইমন। একবার এক রিয়ালিটি শো’য়ে হাজির হয়ে বলেছিলেন, বাবাকে আবারও বিয়ে দিতে চান তিনি। শেষ বয়সে মনের কষ্ট শেয়ার করার জন্য যাতে এক সঙ্গী পান বাবা, সেই কারণেই এই সিদ্ধান্ত তিনি নিতে চান।যদিও তা এখনও হয়নি। ইমন ব্যস্ত তাঁর কাজ ও কেরিয়ার নিয়ে। বিদেশেও ট্যুর করছেন। সঙ্গে রয়েছে প্লেব্যাক। তবে বাবাকে অবহেলা নয়, আজও তাঁর আবদারের সঙ্গী সেই বাবাই।
পরিবারের প্রতিকূলতা, লড়াইয়ে সামিল হতে হয়েছে গায়িকাকেও । কিন্তু এই গোটা সময়ে যে মানুষটি তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন, গায়ে আঁচড় পড়তে দেননি, বুঝতে দেননি সংসারের তিনি হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকার বাবা । নিজের অতীত নিয়ে ইমন বলেন,'' সকালবেলা বেরিয়েছি রাত্রি ১২টা ১টায় ফিরেছি । জল খেয়ে খেয়ে কাটিয়েছি । এমনও দিন গিয়েছে যে বাড়ি ভাড়াটা পর্যন্ত দিতে পারেননি ''।