You will be redirected to an external website

Soham Chakraborty: গরমে নির্বাচনী প্রচার করে অসুস্থ সোহম! ভর্তি হাসপাতালে

Soham-Chakraborty:-গরমে-নির্বাচনী-প্রচার-করে-অসুস্থ-সোহম!-ভর্তি-হাসপাতালে

গরমে নির্বাচনী প্রচার করে অসুস্থ সোহম!

গরমের দাপটে সাধারণ মানুষদের পাশাপাশি রাজনীতিকদেরও অবস্থা সঙ্গিন। এ বার প্রখর তাপপ্রবাহের মধ্যেই লোকসভা নির্বাচনের প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা সোহম চক্রবর্তী। 

সূত্রের খবর, গরমের মধ্যে লাগাতার ভোটের প্রচার করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের চণ্ডীপুরের বিধায়ক সোহম। সূত্রের খবর, তাঁর ডিহাইড্রেশন হয়েছে। একই সঙ্গে জ্বরে কাবু অভিনেতা। পরিস্থিতি গুরুতর হতে রবিবার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সোহমকে। এখন কেমন আছেন অভিনেতা? সোহমের টিমের তরফে জনৈক প্রতিনিধি আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘দাদা এখন অনেকটাই ভাল আছেন। তবে ওঁর শরীর দুর্বল বলে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। খুব তাড়াতাড়ি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’’ 

গত সপ্তাহে দলের হয়ে মালদহ ও মুর্শিদাবাদে ভোট প্রচার করেছেন সোহম। রাজ্যের সব জেলাতেই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। তার ফলেই সোহম অসুস্থ হয়ে পড়েছেন। সোহমের দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। বেশ কিছু দিন আগেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘শাস্ত্রী’ ছবির শুটিং শেষ করেছেন সোহম। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Kareena-Kapoor:-দক্ষিণী-তারকা-যশের-ছবি-থেকে-সরলেন-করিনা-কপূর Read Next

Kareena Kapoor: দক্ষিণী তারকা যশে...