You will be redirected to an external website

Sonakshi Sinha Zaheer Iqbal : সাত বছর আগে এই দিনেই আলাপ, বিয়ে সারলেন সোনাক্ষী-জ়াহির

Sonakshi-Sinha-Zaheer-Iqbal-:-সাত-বছর-আগে-এই-দিনেই-আলাপ,-বিয়ে-সারলেন-সোনাক্ষী-জ়াহির

বিয়ে সারলেন সোনাক্ষী-জ়াহির

সপ্তাহখানেক ধরেই জল্পনা সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবালের বিয়ে নিয়ে। তবে শুক্রবার থেকে চিত্রটা পরিষ্কা র হয়ে যায়। মেহেন্দির অনুষ্ঠান থেকে শনিবার অভিনেত্রীর বাড়িতে পুজোপাঠ সব কিছুই ক্যামেরাবন্দি হয়েছে ছবিশিকারিদের। রবিবার সকালেই আইনি ভাবে বিয়ে সারেন জ়াহির- সোনাক্ষী। যদিও বিয়ে করতে যাওয়ার আগে বান্দ্রার একটি মসজি়দ থেকে বেরোতে দেখা যায় জ়াহিরকে।

শোনা যাচ্ছিল, বিশেষ দিনের জন্য সাদা রং বেছে নিয়েছেন সোনাক্ষী। জ়াহির ইকবালের বাড়ি থেকে সেই পোশাক পাঠানো হয়েছে নববধূর কাছে। গাড়িতে করে সেই সাদা লেহঙ্গা নিয়ে যাওয়ার সময় ছবিশিকারিদের ক্যামেরায় তা ধরা পড়ে। ভিডিয়োটি মুহূর্তে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। নবদম্পতির ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনন্যা বলিউড তারকারা।

রাত ৮টা থেকে শুরু হয়েছে সোনাক্ষী-জ়াহিরের রিসেপশনের অনুষ্ঠানে। নিমন্ত্রিত অতিথিদের জন্যও রয়েছে বিশেষ ‘ড্রেস কোড’। বিয়ের নিমন্ত্রণপত্রেই উল্লেখ করা হয়েছে, অতিথিরা যেন লাল রং ছেড়ে অন্য কোনও রঙের পোশাক পরেন।

সাদা পোশাকে বিয়ের আসরে যাওয়ার কথা ছিল জুটির। পরিকল্পনামাফিক সাদা শাড়ি ও পাঞ্জাবিতে সেজেছেন সোনাক্ষী-জ়াহির।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Bigg-Boss:-‘বিগ-বস্’-এ-জোড়া-গিন্নি-নিয়ে-প্রবেশ-আরমানের!-প্রতিবাদ-দেবলীনার Read Next

Bigg Boss: ‘বিগ বস্’-এ জোড়া গি...