দুঃস্থ শিশুদের জন্য স্কুল তৈরির উদ্যোগ সোনু সুদ
করোনার করাল গ্রাস মানুষের জীবনে যবে থেকে থাবা বসিয়েছে, তখন থেকেই কিছু মানুষ আরও কাছাকাছি চলে এসেছে সোনু সুদ। অর্থাৎ তাদের গভীরভাবে জানার সুযোগও হয়েছে সাধারণ মানুষের। একদিকে যখন এই দুঃসময়ে প্রতি মুহূর্তে মৃত্যু হয়েছে মানুষের। না খেতে পেয়ে গিয়েছে প্রাণ। তখনই সোনুর মতো অভিনেতারা মানুষের জীবনে মসিহা হয়ে ধরা দিয়েছে। সম্প্রতি বিহারের কাটিহারের একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করেছেন তিনি। যিনি নিজে চাকরি ছেড়ে দিয়ে অনাথ শিশুদের জন্য একটি স্কুল শুরু করেছেন। এবং অভিনেতা এবং সমাজসেবী সোনু সুদের নামে এটির নামকরণ করেছেন।
সোনু সেই স্কুলের জন্যই একটি অভিনব উদ্যোগ নিলেন। একটি নতুন ভবন তৈরির পাশাপাশি এবং শিশুদের উচ্চশিক্ষা প্রদানের ব্যবস্থাও করবেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে, সোনু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কুমার মাহাতো অনাথ শিশুদের জন্য একটি স্কুল খোলার জন্য তাঁর মোটা বেতনের চাকরি ছেড়ে দেন। যা শুনে অনেকেই অবাক হয়েছিলেন। এবং তিনি অভিনেতার নামে এটির নামকরণও করেছেন। ১১০ জন শিশুকে বিনামূল্যে শিক্ষা এবং খাবার সরবরাহ করার জন্য মাহাতোর এই প্রচেষ্টায় অনুপ্রাণিত হয়ে, অভিনেতা নিজে মাহাতো এবং স্কুলের শিশুদের সঙ্গে দেখা করেছিলেন। শুধুই স্কুল নয়, এটি বাচ্চাদের জন্য একটি আশ্রয়স্থলও।
বর্তমানে সারাদেশে প্রায় দশ হাজার শিক্ষার্থীকে শিক্ষা দিচ্ছেন এই অভিনেতা। গোটা কোভিডকাল মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা বারবার। তাই নয়া স্কুলও যে সত্যিই অনেকের জীবনের মোড় ঘুরিয়ে দেবে, তা বলাই যায়।