You will be redirected to an external website

পর্দায় সৌরভের চরিত্রে রণবীর কপূর চূড়ান্ত? মুখ খুললেন ডোনা

পর্দায়-সৌরভের-চরিত্রে-রণবীর-কপূর-চূড়ান্ত?-মুখ-খুললেন-ডোনা

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে জল্পনা তুঙ্গে

বড় পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে কাকে? সেই নিয়ে জল্পনা তুঙ্গে। বার বার ঘুরে ফিরে এসেছে রণবীর কপূরের নাম। শোনা যাচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি নিজের ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’-র প্রচারের কলকাতায় আসবেন রণবীর। সেই সময় এক ঢিলে দুই পাখি মারবেন অভিনেতা। গুঞ্জন, ছবির প্রচার ছাড়াও সৌরভের সঙ্গে দেখা করবেন রণবীর এ বারের কলকাতা সফরে। দাদার বায়োপিক বড় পর্দায় প্রযোজনার দায়িত্বে লভ ফিল্মস। যার কর্ণধার পরিচালক লভ রঞ্জন। তাঁরই ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। তবে সত্যি সত্যি কি সৌরভের বায়োপিকে অভিনয় করছেন রণবীর? এ নিয়ে বললেন ডোনা গঙ্গোপাধ্যায়।

তাঁর কথায়, ‘‘আমি এই বিষয়ে এখনও কিছুই জানি না।’’ অন্য দিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাসের কথায়, ‘‘এই ছবি নিয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি। এখন ৮-৯ মাস লাগবে অভিনেতা নির্বাচন করতে। সব কিছু ঠিক ঠাক হলে সৌরভ নিজেই সকলকে জানাবেন।’’

এই ছবির অন্যতম প্রযোজক অঙ্কুর গর্গের কথায়, ‘‘সত্যি বলতে বায়োপিকে কোনও খবর নেই আপাতত। সবটাই ভীষণ প্রাথমিক স্তরে রয়েছে।’’অন্যদিকে রণবীর কপূরও জানান, আপাতত কোনও বায়োপিকে কাজ করবেন না তিনি।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Kiara-Advani-বিয়ের-লেহঙ্গা-বুনতে-ক’হাজার-ঘণ্টা-লেগেছে-জানেন? Read Next

Kiara Advani বিয়ের লেহঙ্গা বুনত...