কাবেরী ইস্যুতে প্রতিবাদে পথে নামলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি
‘তালিমনাড়ুকে বেশি জল দেওয়া যাবে না’- এমন দাবি তুলেই কাবেরীর জলবণ্টন নিয়ে সম্প্রতি রাতভর বিক্ষোভ প্রদর্শন করেন কর্ণাটকের কৃষকরা। এমনকী, মঙ্গলবার বনধ ডাকা হয়েছিল বেঙ্গালুরুতে। শুক্রবার বনধ চলছে কর্ণাটক জুড়ে। কাবেরী জল বন্টনের রাজনীতির সঙ্গে এবার জুড়ে গেল তামিল ও কন্নর ফিল্ম ইন্ডাস্ট্রি। কাবেরী ইস্যু যেন বিভেদের রেখা তৈরি করল দক্ষিণের এই দুই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্য়ে।
অন্য়দিকে কর্নাটকের চমারাজনগরের বিধায়ক ভাটাল নাগারাজ দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে কাবেরী ইস্যুতে কটাক্ষ করে বলেন, ”কর্নাটকেই জন্মেছেন রজনীকান্ত। সুপারস্টার হয়েছেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে গিয়ে। রজনী যখন কর্নাটকে আসেন তখন কাবেরীর জল খান। ওর তো এই নিয়ে মুখ খোলা উচিত। ”
অন্যদিকে, প্রসঙ্গত, আরও চলতি সপ্তাহে কাবেরী জলবণ্টন (Cauvery Water Management) নিয়ে বৈঠক হয় দুই রাজ্যের প্রতিনিধিদের। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আরও দিন কয়েক তামিলনাড়ুকে ৫ হাজার কিউসেক জল দেবে কর্ণাটক। যদিও দাবি ছিল, ১২ হাজার ৫০০ কিউসেক জলের। সোমবারের বৈঠকে এ বিষয়ে জলবণ্টন কমিটির এক আধিকারিক জানিয়েছিলেন, কর্নাটকের পক্ষ থেকে ৩০০০ কিউসেক জল দেওয়ার কথা বলা হয়। যেখানে তামিলনাড়ুর পক্ষ থেকে ১২,৫০০ কিউসেক জলের দাবি রাখা হয়েছিল।