You will be redirected to an external website

Tollywood : নতুন ছবি ‘প্রধান’-এর জন্য বিশেষ প্রস্তুতি দেবের,ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে

Tollywood-:-নতুন-ছবি-‘প্রধান’-এর-জন্য-বিশেষ-প্রস্তুতি-দেবের,ভাগ-করে-নিলেন-অনুরাগীদের-সঙ্গে

নতুন ছবি ‘প্রধান’-এর জন্য বিশেষ প্রস্তুতি দেবের

অগস্টে ব্যোমকেশ রূপে বড় পর্দায় দেখা যাবে দেবকে। তার পরেই রয়েছে পুজোর ছবি ‘বাঘাযতীন’। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবির ঘোষণাও করেছেন তিনি। থেমে থাকা যেন দেবের অভিধানে নেই। আগামী মাসে ‘প্রধান’ ছবির শুটিং শুরু হওয়ার কথা। ফলে হাতে আর খুব বেশি সময় নেই,

প্রতিটি চরিত্রের জন্য এক ধরনের চেহারার গড়ন প্রয়োজন। যেমন ‘বাঘাযতীন’-এর জন্য নিজের শরীর এবং লুকের পরিবর্তন করেছিলেন দেব। আবার ব্যোমকেশের জন্য প্রয়োজন ছিল অন্য রকমের চেহারা। এ বার ‘প্রধান’-এর জন্যও কসরত করা শুরু করলেন দেব। জিমে ট্রেডমিলে দাঁড়িয়ে রয়েছেন নায়ক। গায়ে একটা সুতো পর্যন্ত নেই। ঘর্মাক্ত কলেবর। খালি গায়ে সমাজমাধ্যমে এ রকমই একটি নিজস্বী পোস্ট করলেন অভিনেতা।

কয়েক দিন আগে একই ফ্রেমে দেব, সৃজিত এবং রুক্মিণী মৈত্রকে দেখে চমকে গিয়েছিলেন দর্শক। কারণ দুই শিবিরের ব্যোমকেশ বিতর্ক ভুলে তাঁদের যে একসঙ্গে দেখা যাবে সেটাই অনেকে অনুমান করতে পারেননি। এই নতুন ছবির বিষয়ে যদিও বিস্তারিত কিছু জানা যায়নি।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Shruti-Das:-চুপিসারে-বিয়ে-করলেন-টলিপাড়ার-চর্চিত-যুগল-শ্রুতি-স্বর্ণেন্দু Read Next

Shruti Das: চুপিসারে বিয়ে করলেন...