You will be redirected to an external website

Suhana-Agastya:জল্পনা সত্যি, প্রেম করছেন সুহানা-অগস্ত্য! শাহরুখ-কন্যাকে চুমু অমিতাভের নাতির

Suhana-Agastya:জল্পনা-সত্যি,-প্রেম-করছেন-সুহানা-অগস্ত্য!-শাহরুখ-কন্যাকে-চুমু-অমিতাভের-নাতির

প্রেম করছেন সুহানা-অগস্ত্য

২৮ মার্চ ছিল অভিনেতা সুনীল শেট্টির ছেলে অহন শেট্টির প্রেমিকা তানিয়া শ্রফের জন্মদিন। তানিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক বিশাল অনুষ্ঠান। তারকাখচিত জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের নতুন প্রজন্মের সব তারকা। অনন্যা পাণ্ডে থেকে অগস্ত্য নন্দ, সুহানা খান— হাজির হয়েছিলেন সবাই। তানিয়ার জন্মদিনে ফ্রেমবন্দি হল এক অন্য দৃশ্য।

সুহানা আর অগস্ত্যর সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে বলিপাড়ায়। বিশেষত ক্রিসমাসের সময় কপূর পরিবারের মধ্যাহ্নভোজে যখন অগস্ত্যর সঙ্গে সুহানাকে দেখেছিল সবাই। যা দেখে সব জল্পনার শুরু। অনেকে ধরেই নিয়েছিলেন সত্যিই ‘ডেট’ করছেন তাঁরা। এ বার সেই জল্পনাই যেন আরও জোরদার হল।

প্রসঙ্গত, জ়োয়া আখতারের ওয়েব সিরিজ়ের মাধ্যমেই সিনেমার জগতে অভিষেক হতে চলেছে সুহানা এবং অগস্ত্যর। সেই সেট থেকেই কি তবে শুরু হল কোনও নতুন সম্পর্কের? এই বিষয়ে অবশ্য তাঁরা কোনও মন্তব্য করেননি। সুহানা আর অগস্ত্যর বন্ধুত্ব এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

উরফির-পোশাকে-নিজেকে-সাজিয়ে-তুলতে-পারব-না-! Read Next

উরফির পোশাকে নিজেকে সাজ...