জগন্নাথের আশীর্বাদ নিতে গেলেন শুভশ্রী
মঙ্গলবার দ্বিতীয় বার মা হওয়ার কথা ঘোষণা করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলে ইউভান জন্মানোর তিন বছর পর ফের বাবা হচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী। হবু মা-বাবা ভক্তদের চমকে দিয়ে প্রকাশ্যে আনেন এই খবর। সুখবর দিয়ে পুরী উড়ে গেলেন নায়িকা। ভাগ করে নিলেন ছবি। শুভশ্রী যে জগন্নাথদেবের ভক্ত, সে কথা ইন্ডাস্ট্রির অনেকেই জানেন। তাঁর দক্ষিণ কলকাতার বাড়িতে ধুমধাম করে রথের পুজোও করেছিলেন।
ব্যক্তিগত জীবন এবং পেশাদার জীবন— দুই দিকেই খুশি শুভশ্রী। তাঁর অভিনীত প্রথম সিরিজ় ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ ইন্দু চরিত্রে তাঁর অভিনয় প্রভূত প্রশংসা পেয়েছে। কাজের পাশাপাশি পরিবারকেও সমান সময় দেন তিনি। ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া, তার সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর চেষ্টা করেন শুভশ্রী এবং রাজও। এই মুহূর্তে ‘ডান্স বাংলা ডান্স’-রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যাচ্ছে নায়িকাকে। তাঁর সহ-বিচারক হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ফলে শ্রাবন্তীর সঙ্গেও বন্ধুত্ব তৈরি হয়েছে তাঁর।
এক কালে শোনা যেত নায়িকারা একে অপরের বন্ধু হতে পারেন না। তবে এখন সে ধারণা ভাঙছে। নুসরত জাহানের সঙ্গেও শ্রাবন্তীর যেমন দারুণ বন্ধুত্ব, তেমনই আবার কাজ করতে গিয়ে মৌনি রায়, শুভশ্রী, শ্রাবন্তীরাও এখন বন্ধু হয়ে উঠেছেন। তাই তো নায়িকার মা হওয়ার খবরে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছাবার্তা।