দ্বিতীয় বার মা হতে চলেছেন শুভশ্রী
দ্বিতীয় বার মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সকলের সঙ্গে ভাগ করে নিলেন এই সুখবর। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে পুত্র সন্তান ইউভানের জন্ম দেন তিনি। তিন বছর পর আসতে চলেছে নতুন অতিথি।
এদিন সোশ্যাল মিডিয়ায় ছেলে ইউভানের একটি মিষ্টি ছবি পোস্ট করেন রাজ। সেখানে রাজ-শুভশ্রী হাত ধরে রয়েছেন ছেলের। যদিও তারকা দম্পতির শুধু হাতের ঝলকই দেখা গিয়েছে। ইউভানের পরনে থাকা সাদা টি-শার্টে লেখা- ‘বিগ ব্রাদার’। খুশিতে লাফাচ্ছে ইউভান তা ছবিতেই স্পষ্ট। ক্যাপশনে রাজ লেখেন- ‘ইউভানের প্রোমোশন হয়ে গেল… এখন থেকে বড় দাদা সে’।
২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেত্রী৷ তার পর করোনা পরিস্থিতির সময়ে প্রথম বার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয় বার মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি৷ তবে তা যে এমন সুখবরের পূর্বাভাস তা অনেকেই আন্দাজ করেননি।এ বার পরিবারে যোগ হতে চলেছে নতুন সদস্য। সেই ঘোষণাও নায়িকা করলেন অন্য ভাবে৷ শুভশ্রী এবং রাজের হাত ধরে লাফাচ্ছে তাঁদের তিন বছরের খুদে। সেই ছবিতে শুধু দেখা যাচ্ছে তাঁদের হাত৷ ইউভানের চোখে মুখে স্পষ্ট উত্তেজনা।