সোনার গয়নায় বাঙালি কনের সাজে সুদীপ্তা
কপালে চন্দন, পরনে লাল বেনারসি, সোনার গয়না—আদ্যোপান্ত বাঙালি সাজে ধরা দিলেন ‘সোহাগ জল’ সিরিয়ালের বেণী বৌদি। শেষ কয়েক মাস ধরেই বিয়ের প্রস্তুতি চলছিল। মে মাসের প্রথম দিনে চার হাত এক হল। প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর ছেলে সৌম্য বক্সীর সঙ্গে দীর্ঘ দিনের প্রেম তাঁর।
নতুন বরের সাজেও ছিল একেবারে বাঙালিয়ানা। মাথায় টোপর আর ধুতি-পাঞ্জাবি পরে বিয়ের মণ্ডপে ফ্রেমবন্দি হলেন সৌম্য। অনেক দিন ধরেই তাঁদের বিয়ের পরিকল্পনা। কিন্তু মাঝে করোনা পরিস্থিতির জন্য সবটাই স্থগিত হয়ে যায়। তার পর সবটা তড়িঘড়ি পরিকল্পনা করা হয়। অনেকটা সিনেমার সেটের মতোই সাজানো হয় মণ্ডপ। শুধু তা-ই নয়, মালাবদলের সময় চারিদিকে দেখা গেল আতশবাজির রোশনাই। বিয়ের মেনুতেও যে বাঙালি ছোঁয়া থাকবে, সেই আভাস আগেই দিয়েছিলেন সুদীপ্তা। হলও তেমনটাই। পোলাও, নানা রকমের মাছ থেকে মাটন— সবই ছিল বিয়েবাড়ির খাবার তালিকায়। নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন টলিপাড়ার বেশ কিছু চেনা মুখ। তাঁর সহ-অভিনেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন নায়িকা।
নায়িকার বিয়ের এত জাঁকজমক, এলাহি আয়োজন। জীবনটা এত রঙিন ছিল না সুদীপ্তার। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন খুব কষ্ট করে তাঁর বড় হয়ে ওঠা। কেব্লের বিল মেটাতে না পারায় তাঁদের টেলিভিশনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অভিনেত্রী ও তাঁর দাদা অনেক কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়েছেন। এই মুহূর্তে তাঁর এই সাফল্যে গর্বিত তাঁর মা-বাবা।