You will be redirected to an external website

Gadar 2: মুক্তির আগেই বিক্রি ৯০ হাজার টিকিট, লক্ষ্মীলাভের আশা জাগাচ্ছে ‘গদর ২’

Gadar-2:-মুক্তির-আগেই-বিক্রি-৯০-হাজার-টিকিট,-লক্ষ্মীলাভের-আশা-জাগাচ্ছে-‘গদর-২’

পর্দায় ফিরতে চলেছে সানি দেওল ও আমিশা প্যাটেল

আবারও পর্দায় ফিরতে চলেছে সানি দেওল ও আমিশা প্যাটেল। গদর ছবিতে প্রথম জুটি বেঁধে ছিলেন তাঁরা। কেরিয়ারের শুরুতেই এই ছবির প্রস্তাব গিয়েছিল আমিশা প্যাটেলের কাছে। প্রাথমিকভাবে সকলেই সন্দেহ প্রকাশ করেছিলেন আদপে এই চরিত্রে আমিশা প্যাটেল অভিনয় করতে পারবেন কি না? তবে ছবি মুক্তিতে তিনি প্রমাণ করেছিলেন, তিনি এই চরিত্রের জন্য পারফেক্ট। তবে একটা সময় একের পর এক ছবির প্রস্তাব অভিনেত্রীর ঝুলিতে থাকলেও মাঝে বলিউড থেকে সম্পূর্ণ হারিয়ে গিয়েছিলেন আমিশা প্যাটেল। আবারও সেই গদর ছবির হাত ধরেই সিনেদুনিয়ায় ফেরা।

আমিশা প্যাটেল ও সানি দেওলের এই ছবি এবার বক্স অফিসে লক্ষ্মী লাভের আশা দেখাচ্ছে। এক সপ্তাহ আগেই খুলে গেল ছবির অগ্রীম বুকিং। আর তারপর থেকেই ঝড়ের গতিতে বিকোচ্ছে টিকিট। ইতিমধ্যেই ৯০,৮৮৫ টি টিকিট ব্রিকি হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, একসপ্তাহ আগে কেবল অগ্রীম বুকিং-এ এই ছবি ঘরে তুলল ২.৪২ কোটি টাকা। তবে ছবির টিকি সর্বাধিক বিক্রি হয়েছে দিল্লিতে। তারপর মুম্বই, পুনে ও ব্যাঙ্গালুরুতে।

গদর ২ ছবির সঙ্গেই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ছবি OMG 2 ছবি। এই দুই ছবি বক্স অফিসে রকি অউর রানি কি প্রেম কহানির সঙ্গে কড়া টক্করে নামবে, তা আর বলার অপেক্ষা রাখে না। একদিকে যখন বলিউডের বিগ বাজেট ছবি বক্স অফিসে সমীকরণ জমাতে সফল হয়নি, তখনই আবার অন্যদিকে গদর ২ যেন সকলকে চমকে দিয়ে বক্স অফিসে ঝড় তুলল।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

এবার-‘চন্দ্রমুখী’র-চরিত্রে-ভয়-দেখাবেন-কঙ্গনা,প্রকাশ্যে-এল-কঙ্গনা-রানাউতের-‘চন্দ্রমুখী-২’-লুক Read Next

এবার ‘চন্দ্রমুখী’র চরিত...