You will be redirected to an external website

Sushmita Sen: ধুনুচি নাচ দিয়ে শুরু সুস্মিতার দুর্গাপুজো,সুস্মিতা যেন একেবারে খাঁটি বাঙালি

Sushmita-Sen:-ধুনুচি-নাচ-দিয়ে-শুরু-সুস্মিতার-দুর্গাপুজো,সুস্মিতা-যেন-একেবারে-খাঁটি-বাঙালি

ধুনুচি নাচ দিয়ে শুরু সুস্মিতার দুর্গাপুজো

এমনিতেই সারা বছর চূড়ান্ত ব্যস্ত। দেশে থাকলেও কলকাতায় তেমন আসা হয় না। তবে পুজোর মরসুমে সব কিছুই বদলে যায়। তখন মনেপ্রাণে খাঁটি বাঙালি হয়ে ওঠেন সুস্মিতা সেন। মুম্বইয়ের বান্দ্রা এলাকার পুজো মণ্ডপে সপরিবারে হাজির হলেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী।

সুস্মিতার পরনে ছিল গোলাপি শিফন শাড়ি, কানে মানানসই দুল, পনিটেল, কপালে লাল টিপ। মেয়ে রেনে মায়ের মতো শাড়ি পরেছিলেন। কিশোরী আলিশা সেজেছিল লেহঙ্গা-চোলিতে। শুধু মণ্ডপে এসে পুজো দিয়ে চলে গিয়েছেন এমনটা নয়, রীতিমতো ধুনুচি নাচ নাচলেন সুস্মিতা। সঙ্গ দিলেন কন্যা রেনে। বান্দ্রার ওই পুজোমণ্ডপে এসে সুস্মিতা বলেন, ‘‘এ বছরের পুজোটা বড্ড স্পেশাল আমার কাছে। কারণ, এই প্রথম বার আমরা পুরো পরিবার একসঙ্গে রয়েছি। 

সম্প্রতি সুস্মিতার ‘তালি’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। গৌরী শিন্ডের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। রূপান্তরকামী গৌরীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়োন সুস্মিতা। এ ছাড়াও নভেম্বর মাসে আসতে চলেছে তাঁর ‘আরিয়া ৩’ সিরিজ়। দিন কয়েক আগে মুক্তি পেয়েছে এই সিরিজ়ের প্রথম ঝলক।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

অন্তঃসত্ত্বা-শুভশ্রী,-সঙ্গে-ইউভান,-সপরিবার-বিজয়-দশমীর-শুভেচ্ছায়-রাজ Read Next

অন্তঃসত্ত্বা শুভশ্রী, স...