১ মিনিটে শাড়ি পরলেন স্বস্তিকা!
সুন্দর করে শাড়ি পরার জন্য কত পরিশ্রমই করতে হয় আমাদের। যাঁরা একদমই নিয়মিত শাড়ি পরতে(Saree Hack) অভ্যস্ত নই, তাঁদের তো শাড়ি পরতে কতক্ষণ সময় লেগে যায়। ড্রেপিংয়েই এতক্ষণ বেশি সময় লেগে যায় যে, শাড়ি পরাই এড়িয়ে চলেন অনেক নতুন প্রজন্মের তরুণী।
কেউ কেউ তো বুঝতেই পারেন না, শাড়ির কোন অংশটি গুঁজতে হবে, কতটা অংশ নিয়ে আঁচল করতে হবে আর কুঁচিটা ঠিক কোথা থেকে শুরু করা উচিত?
এরকম নানা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে শাড়ি পরাই আর হয় না। যাই হোক, এক মিনিটেও যে শাড়ি পরা সম্ভব, তা নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে মনে। কীভাবেই বা এক মিনিটে শাড়ি পরা যেতে পারে? সম্প্রতি সেই অসাধ্য সাধন করে দেখিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এমনকী সম্পূর্ণ সময়টি ভিডিয়ো করে রেখেছেন অভিনেত্রী। কীভাবে ১ মিনিটে শাড়ি পরবেন? শিখে নিন স্বস্তিকার থেকেই…
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই ভিডিয়োয় একটি শাড়ি পরে দেখিয়ে দিয়েছেন অভিনেত্রী। এক মিনিটেও যে শাড়ি পরা সম্ভব, তা তিনি প্রমাণ করে দিয়েছেন। শাড়ি পরার সময়ে তাঁর এক্সপ্রেশন ও বডি ল্যাঙ্গুয়েজও ছিল প্রশংসা করার মতোই।