You will be redirected to an external website

কেরিয়ারের নতুন মোড়ে সায়ন্তিকা, অভিনয় করবেন বাংলাদেশি ছবিতে

কেরিয়ারের-নতুন-মোড়ে-সায়ন্তিকা,-অভিনয়-করবেন-বাংলাদেশি-ছবিতে

কেরিয়ারের নতুন মোড়ে সায়ন্তিকা

এই মুহূর্তে তিনি দলের কাজে ব্যস্ত। প্রায় প্রতি সপ্তাহেই কলকাতা থেকে বাঁকুড়ায় ছুটে যাচ্ছেন। তবে পাশাপাশি একের পর এক ছবির প্রস্তাবও আসছে। টলিপাড়ার পাশাপাশি অভিনেত্রী যে এ বার পড়শি দেশের দিকে পা বাড়াতে চাইছেন এমন জল্পনা কানে আসছে।এক সময় টলিপাড়ায় পর পর ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি দেখা গিয়েছে।

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নকাব’ ছবিতে সায়ন্তিকার বিপরীতে ছিলেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। সায়ন্তিকাও কি কোনও যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছেন? সূত্রের দাবি, এই ছবিটি যৌথ প্রযোজনার ছবি নয়। বাংলাদেশের একটি বড় প্রযোজনা সংস্থার ছবিতেই দেখা যাবে সায়ন্তিকাকে। তবে ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। মূলত মূলধারার বাণিজ্যিক ছবি। তাই দর্শকদের বিনোদনের যাবতীয় উপাদান সেখানে মজুদ থাকবে। অভিনেত্রীর বিপরীতে থাকবেন ও পার বাংলার জনপ্রিয় অভিনেতা জ়ায়েদ খান। ছবিটির পরিচালক তাজু কামরুল।

টলিউডে ঋতুপর্ণা সেনগুপ্ত দীর্ঘ দিন বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন। কিছু ছবিতে দেখা গিয়েছে পার্নো মিত্রকেও। সম্প্রতি ঢালিউডের ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন এ পার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ছবিটি পড়শি দেশে ভালই ব্যবসা করেছে। এ বার সায়ন্তিকার পালা।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Gadar-2:-প্রথম-দিনের-বুকিংয়ে-‘পাঠান’কে-হারিয়ে-দিল-‘গদর-২’? Read Next

Gadar 2: প্রথম দিনের বুকিংয়ে ...