বাংলাদেশে ছবির শুটিংয়ে গিয়ে হয়রানির শিকার সায়ন্তিকা!
বাংলাদেশের ছবিতে অভিনয় করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। মনিরুল ইসলামের প্রথম প্রযোজিত ছবি ‘ছায়াবাজ’-এর শুটিং করছিলেন নায়িকা। ছবিতে অভিনেতা জায়েদ খানের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। শুটিং করতে গিয়ে খুবই সমস্যায় পড়লেন তিনি। প্রথমে সমস্যার কথা প্রকাশ্যে আনতে চাননি সায়ন্তিকা। তাই কলকাতায় ফিরে আসার পর এই বিষয়ে কোনও কথাও বলেননি তিনি। এক বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই ছবির শুটিং নাকি বিশ বাঁও জলে।
সায়ন্তিকা বলেন, “প্রথমে অন্য মাস্টারজি এসেছিলেন নাচের দৃশ্য শুটিংয়ের জন্য। কিন্তু সেখানেও টাকাপয়সা নিয়ে সমস্যার জন্য তিনি চলে যান। তার পর মাইকেল নামক বাচ্চা ছেলেটি আসে।” বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছিল, সায়ন্তিকা নাকি শুটিং না করেই চলে এসেছেন। তবে এই দাবি উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।
সায়ন্তিকা বলেন, “আমি এক জন পেশাদার শিল্পী। তাই এ রকম করার কথা ভাবতেই পারি না। মাইকেল আমার থেকে অনুমতি না নিয়েই হাত ধরে আমায় সরাতে গিয়েছিল। তখন আমি সকলের সামনেই বাধা দিই।’’ এরই সঙ্গে অভিনেত্রী জানান, মূল সমস্যার নেপথ্যে রয়েছেন ছবির প্রযোজক। অভিনেত্রীর কথায়, ‘‘বার বার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেক্নিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম।