You will be redirected to an external website

Suhana Khan: এই প্রথম বড় পর্দায় জুটি বাঁধছেন শাহরুখ-সুহানা, মুক্তি পেতে চলেছে ‘দি আর্চিজ়’

Suhana-Khan:-এই-প্রথম-বড়-পর্দায়-জুটি-বাঁধছেন-শাহরুখ-সুহানা,-মুক্তি-পেতে-চলেছে-‘দি-আর্চিজ়’

খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে ‘দি আর্চিজ়’

খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে ‘দি আর্চিজ়’। এই ছবির মাধ্যমেই ওটিটিতে পা রাখছেন সুহানা খান। এ বার বলিউডের অন্দর নতুন খবরে সরগরম। শোনা যাচ্ছে, ওটিটির পর বড় পর্দায় পা রাখতে প্রস্তুত শাহরুখ-কন্যা।

সম্প্রতি পরিচালকের আসনে বসেছেন শাহরুখ-পুত্র আরিয়ান। ছেলের নতুন পোশাক কোম্পানির সঙ্গেও জড়িয়েছিলেন শাহরুখ। মেয়ের কেরিয়ারের প্রথম ছবিতে তিনি যে পাশে থাকবেন, তা সহজেই অনুমেয়। সূত্র বলছে, নতুন এই ছবিতে শাহরুখের সঙ্গেই জুটি বাঁধবেন সুহানা। ছবিটি অ্যাকশন থ্রিলার ঘরানার। সূত্রের দাবি, এর আগে ‘ডিয়ার জ়িন্দেগি’ ছবিতে শাহরুখ এবং আলিয়া ভট্টের যেমন অসমবয়সি জুটি দর্শক দেখেছিলেন, এই ছবিতেও সেই ভাবেই পিতা-কন্যা জুটিকে সাজানো হবে।

এই ছবিটি প্রযোজনার জন্য শাহরুখের সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের সংস্থা। ইন্ডাস্ট্রির একটি মহলের দাবি, ‘পাঠান’-এর সাফল্যের পর সিদ্ধার্থের উপর ভরসা রাখছেন শাহরুখ। পর্দায় মেয়েকে হাজির করতে তাই সিদ্ধার্থের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Ravi-Kishan-:-ভারতীয়-সেনাবাহিনীতে-যোগ-দিচ্ছেন-রবি-কিষণ-কন্যা-ইশিতা Read Next

Ravi Kishan : ভারতীয় সেনাবাহিনী...