প্রাপ্তবয়স্কদের ছবির তকমা দিয়েছে সেন্সর বোর্ড
অক্ষয় কুমারের কেরিয়ারে এই প্রথম কোনও ছবি ‘এ’ ছাড়পত্র পেল সেন্সর বোর্ডের তরফে। এত দিন ধরে সেন্সর বোর্ডের জাঁতাকলে আটকে ছিল ছবি। তবে শেষমেশ ‘ইউ/এ’-এর বদলে ‘এ’ শংসাপত্র দেওয়ায় নির্ধারিত দিন ১১ অগস্টেই মুক্তি পেতে চলেছে এই ছবি। যদিও দিন কয়েক আগেও ছবির মুক্তি নিয়েই উঠেছিল সংশয়। তবে বেশ কিছু বদলের পর মুক্তির ছা়ড়পত্র পেয়েছে। মুক্তি নিশ্চিত হতেই কৃতজ্ঞতা জানালেন অভিনেতা অক্ষয় কুমার।
ছবির মুক্তির বাকি আর মাত্র ১০ দিন। ছবিমুক্তির আগের সপ্তাহগুলিতে সাধারণত ছবির প্রচারেই ব্যস্ত থাকেন নির্মাতা ও ছবির কলাকুশলী। তবে অক্ষয়ের এই ছবি অবশ্য ব্যতিক্রম। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই শুরু বিতর্কের।
‘ওএমজি ২’ ছবিতে সমকামিতা ও দেহব্যবসার উল্লেখ নিয়েও জনমানসে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনার কথা মাথায় রেখে ওই সব দৃশ্য ও তার সংলাপে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছে বোর্ড। এত শত পরিবর্তনে সম্মত হয়ে শেষেমেশ ছবিটি মুক্তি পাচ্ছে ১১ অগস্ট। সেই কারণেই সেন্সর বোর্ডের কাছে কৃতজ্ঞ অভিনেতা অক্ষয় কুমার। তিনি নিজের ইনস্টাগ্রামের পাতায় কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘‘আমাদের উপর ভরসা রাখার জন্য অনেক ধন্যবাদ।’’ সবে স্বস্তি পেয়েছেন ছবির নির্মাতারা, ২ অগস্ট মুক্তি পাচ্ছে ছবির ট্রেলার।