You will be redirected to an external website

‘দ্য কেরালা স্টোরি’ ঝড়, সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে ২০০ কোটি পার!

‘দ্য-কেরালা-স্টোরি’-ঝড়,-সমালোচকদের-বুড়ো-আঙুল-দেখিয়ে-২০০-কোটি-পার!

২০০ কোটি ছুঁতে চলল ‘দ্য কেরালা স্টোরি’

সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি বিনোদনের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন রাজনীতির আঙিনায়। এই ছবির সমালোচনা করেছে তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করেন এই ছবিকে। যদিও শীর্ষ আদালত এই ছবিকে ছাড়পত্র দিয়েছে, তবু এখনও পশ্চিমবঙ্গে হলগুলিতে চলছে না ‘দ্য কেরালা স্টোরি’। অন্য দিকে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে রমরমিয়ে চলছে এই ছবি। হরিয়ানা, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের মতো রাজ্যে করমুক্ত করা হয়েছে এই ছবিকে। বিতর্ককে সঙ্গী করেই সাফল্যের দিকে এগিয়ে চলেছে এই ছবি, ছুঁতে চলেছে ২০০ কোটি।

সোমবারে পাওয়া রিপোর্ট অনুযায়ী এই ছবি ২০০ কোটির গণ্ডি প্রায় ছুঁয়েই ফেলেছে। মুক্তির পর ১৭তম দিনে এই ছবির আয় ১৯৮.৯৭ কোটি টাকা। গত তিন দিনে এই ছবির বক্স অফিসে আয়ের যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, সেই অনুযায়ী শুক্রবার ৬.৬০ কোটি টাকা, শনিবার ৯.১৫ কোটি, রবিবার প্রায় ১১.৫০ কোটির আয় করে এই ছবি। সব মিলিয়ে সোমবারই মোট ২০০ কোটি ছুঁয়ে ফেলবে এই ছবি।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

মাত্রাতিরিক্ত-মাদকসেবন,অভিনেতা-আদিত্য-সিংহ-রাজপুতের-রহস্যমৃত্যু Read Next

মাত্রাতিরিক্ত মাদকসেবন,...