You will be redirected to an external website

Ranbir Kapoor: এভাবে কেন হাত রাখলেন রণবীর?অভিনেতাকে ‘মদ্যপ’ বলেও কটাক্ষ করা হয়েছে

Ranbir-Kapoor:-এভাবে-কেন-হাত-রাখলেন-রণবীর?অভিনেতাকে-‘মদ্যপ’-বলেও-কটাক্ষ-করা-হয়েছে

অভিনেতাকে ‘মদ্যপ’ বলেও কটাক্ষ করা হয়েছে

বিমানবন্দরে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন। স্ত্রী আলিয়ার কাঁধে হাত রেখে ছবি তুলছিলেন রণবীর কাপুর। তাতেই চূড়ান্ত ট্রোলড হলেন অভিনেতা। এভাবে কেন হাত রাখলেন? সেই প্রশ্ন করা হয়েছে নেটদুনিয়ায়। আবার অভিনেতাকে ‘মদ্যপ’ বলেও কটাক্ষ করা হয়েছে।

ব্রাজিল থেকে ফিরেই স্বামী রণবীর কাপুরের সঙ্গে দুবাই ট্যুরে যান আলিয়া। সেখান থেকেই বোধহয় মুম্বই ফিরছিলেন তারকা দম্পতি। পাপারাজ্জির অনুরোধে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন। আলিয়ার কাঁধে হাত রাখেন রণবীর।

‘ভাইরাল ভায়ানি’র ভিডিওর কমেন্টবক্সে লেখা হয়, “কী বাজেভাবেই না হাতটা কাঁধে রেখেছে, আলিয়ার অস্বস্তি হচ্ছে।” একজন আবার লেখেন, “আলিয়ার কাঁধে এভাবে কেন হাত রাখলেন রণবীর? বোঝাই যাচ্ছে ওর এটা পছন্দ হচ্ছে না।” ‘ওকে মদের নেশায় চূর মনে হচ্ছে’, এমন মন্তব্যও করা হয়েছে।

অবশ্য এমন মন্তব্য আলিয়া-রণবীরের জীবনের অঙ্গ। ছুটি কাটিয়ে এখন কাজে মন দিয়েছেন তারকা দম্পতি। আগামীতে আলিয়ার ঝুলিতে রয়েছে বলিউডের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার �...

Bigg-Boss-Ott-2:-মেজাজ-খোয়ালেন-সঞ্চালক,‘বিগ-বস্-ওটিটি’-ছাড়তে-চলেছেন-সলমন! Read Next

Bigg Boss Ott 2: মেজাজ খোয়ালেন সঞ্�...

Related News