নাম না করে অনুপম খেরকে তোপ দাগলেন অভিনেত্রী
সম্প্রতি খবরে শিরোনামে আবারও নাম লিখিয়েছেন অভিনেতা অনুপম খের। রবীন্দ্রনাথের লুকে তিনি তাঁক লাগিয়েছেন ভক্তদের। এবার কবিগুরু রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। সদ্য সোশ্যাল মিডিয়ায় সেই লুকের ছবি শেয়ার করে এমনই খবর জানেন দ্য কাশ্মীর ফাইলস খ্যাত অভিনেতা। মুহূর্তে এই ছবি ভাইরাল হয়ে যায়। তবে ছবি দেখামাত্রই মিলছে মিশ্র প্রতিক্রিয়া। এক শ্রেণী যেমন তাঁর লুকের প্রশংসায় পঞ্চমুখ, তেমনই আবার অপর শ্রেণী রবীন্দ্রনাথকে পর্দায় তুলে ধরার প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করছেন।
বর্তমানে বলিউডের অন্দরমহলেই তাঁর বাস। বলিউড একের পর এক কাজও করছেন তিনি। তবে পর্দায় রবীন্দ্রনাথ, এই বিষয়টা খুব একটা মেনে নিতে পারেনি অভিনেত্রী। বরাবরই তিনি খোলামেলা কথা বলতে পছন্দ করেন, এবারও তার ব্যতিক্রম হল না। নাম না করে অনুপম খেরকে তোপ দাগলেন অভিনেত্রী।
যদিও তিনি এই পোস্টে কাউকেই ট্যাগ করেননি বা রবীন্দ্রনাথকে নিয়ে বলিউডে কাজ হওয়া প্রসঙ্গ তুলে ধরেননি। তবে যে মুহূর্তে অনুপম খের এই পোস্ট করেছেন তারই কয়েকদিনের মধ্যে স্বস্তিকার এই পোস্ট যথেষ্ট ইঙ্গিতবহ। তাই নেট দুনিয়ার বুঝে নিতে সমস্যা হল, না কোন দিকে ইশারা করেছেন অভিনেত্রী। স্বস্তিকা মুখোপাধ্যায়ের এই পোস্টই প্রথম নয়, অনুপম খেরের পোস্টের কমেন্ট বক্সেও উড়ে এসেছিল নিন্দের ঝড়।