You will be redirected to an external website

Hina Khan: হাসপাতালে ভর্তি হিনা খান ? কী হয়েছে অভিনেত্রীর

Hina-Khan:-হাসপাতালে-ভর্তি-হিনা-খান-?-কী-হয়েছে-অভিনেত্রীর

হাসপাতালে ভর্তি রয়েছে অভিনেত্রী

অভিনেত্রী হিনা খান, শুক্রবারে সকলকে চমকে দিয়ে একটি ছবি পোস্ট করেছেন। হাসপাতালে ভর্তি রয়েছে অভিনেত্রী। ছবি দেখে সেটাই প্রাথমিকভাবে অনুমান করা যায়। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করতেই নেট পাড়ায় শোরগোল তুঙ্গে। ঠিক কী হয়েছে অভিনেত্রীর, তা জানা না গেলেও আয়নার সামনে দাঁড়িয়ে তোলা তাঁর সেলফিতে দেখা গেল পরনে হাসপাতালের পোশাক, হাতে স্যালাইনের টেপ। নিজের স্বাস্থ্য সম্পর্কে কোনও মন্তব্যই করলেন না এই দিন তিনি। 

তবে অনেকেরই অনুমান দূষণ জনিত কোনও সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েছে হিনা খান। কারণ এর আগেই তিনি মুম্বইয়ের দূষণ নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছিলেন। যদিও খুব চিন্তার কারণ নেই এটুকু তাঁর মুখের হাসি এবং তাঁর সহজ পোস্ট থেকে বোঝাই যাচ্ছে। যদিও এ পোস্ট দেখে ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন। যদিও অভিনেত্রীর বর্তমান রিলসে চোখ রাখলে অনুমান করা যায় যে তিনি সুস্থই আঠেন। কারণ হাসপাতাল থেকে বেরিয়ে এসেছেন তিনি। বিমান বন্দরে ওঠার ছবি শেয়ার করেছেন। ভোর থেকে তিনি কী কী করেছেন, তাও দর্শকদের জানিয়েছেন।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Arijit-Singh:-অরিজিৎ-সিংহর-চণ্ডিগড়ের-কনসার্ট-ঘিরে-বিতর্ক,বেঁকে-বসেছে-চণ্ডীগড়ের-পুলিশ Read Next

Arijit Singh: অরিজিৎ সিংহর চণ্ডি...