You will be redirected to an external website

Rashmika Mandanna: ২৮-এ পা দিলেন রশ্মিকা, আরব আমীরশাহিতে জন্মদিন উদ্‌যাপন করছেন অভিনেত্রী

Rashmika-Mandanna:-২৮-এ-পা-দিলেন-রশ্মিকা,-আরব-আমীরশাহিতে-জন্মদিন-উদ্‌যাপন-করছেন-অভিনেত্রী

আরব আমীরশাহিতে জন্মদিন উদ্‌যাপন করছেন অভিনেত্রী

‘গীত গোবিন্দম’ ছবির সেটে প্রথমে বন্ধুত্ব। তার পরে ‘ডিয়ার কমরেড’-এর সেটে নাকি একে অপরের প্রেমে পড়েন তাঁরা। পরস্পরের পরিবার এবং বন্ধুদের সঙ্গেও একাধিক বার দেখা গিয়েছে বিজয় এবং রশ্মিকাকে। নিজেদের ‘ভাল বন্ধু’ তকমা দিয়েই এত দিন কাটিয়েছেন চর্চিত যুগল। ৫ এপ্রিল ২৮ এ পা দিলেন অভিনেত্রী। কিন্তু ৩ এপ্রিল থেকেই নাকি দেশে নেই। যদিও অভিনেত্রীর জন্মদিন উপলক্ষ্যে ‘পুষ্পা ২’ ছবিতে রশ্মিকার লুক প্রকাশ্যে আনা হয়েছে। গত বার ‘পুষ্পা’-তে শ্রীবল্লীর যে সাদামাঠা লুকে দেখা গিয়েছিল তাঁকে তার থেকে একেবারে বিপরীত।

এ বার যেন বড্ড পরিণত তিনি। যদিও অনুরাগীদের কৌতূহল, কোথায় রয়েছেন রশ্মিকা সেই নিয়ে। কানাঘুষো শোনা যাচ্ছে চর্চিত প্রেমিক বিজয়ের সঙ্গে সংযুক্ত আরব আমীরশাহিতে না কি জন্মদিন উদ্‌যাপন করছেন অভিনেত্রী।

গত বছর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল ২০২৪ এই নাকি বাগ্‌দান সারবেন তাঁরা। যদিও এই ধরনের গুজব বরাবরই উড়িয়ে দিয়ে এসেছেন বিজয়। তবে অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার করেছেন। তাঁদের ধারণা জন্মদিনেই না কি বিজয়ের সঙ্গে বাগ্‌দান সারছেন রশ্মিকা! যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও উচ্চবাচ্য শোনা যায়নি তাঁদের তরফে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Shiboprosad-Mukherjee:-‘বহুরূপী’র-শুটিং-ফ্লোরে-গুরুতর-আহত-শিবপ্রসাদ,-হাসপাতালে-পরিচালক Read Next

Shiboprosad Mukherjee: ‘বহুরূপী’র শুট...