You will be redirected to an external website

দিল্লিতে কপূরথলা হাউসে বাগ্‌দান অনুষ্ঠান সম্পন্ন হল পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডার

দিল্লিতে-কপূরথলা-হাউসে-বাগ্‌দান-অনুষ্ঠান-সম্পন্ন-হল-পরিণীতি-চোপড়া-ও-রাঘব-চড্ডার

বাগ্‌দানের পরে প্রথম ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী

অবশেষে আংটিবদল হল বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার। দিল্লির কপূরথলা হাউসে আত্মীয়-পরিজন ও বন্ধু-বান্ধবের উপস্থিতিতে একে অপরকে আংটি পরালেন দুই তারকা। এত দিন ধরে প্রেমের জল্পনা চলছিল তাঁদের মধ্যে। যদিও এত দিন মুখে কুলুপ এঁটেই ছিলেন চর্চিত যুগল। এত দিনে সিলমোহর পড়ল সেই প্রেমে। সমাজমাধ্যমের পাতায় বাগ্‌দানের ছবি পোস্ট করলেন ‘উঁচাই’ খ্যাত অভিনেত্রী।

যুগলের পরনে সাদা পোশাক, অনামিকায় বাগ্‌দানের আংটি। একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের মধ্যেই প্রায় হারিয়ে গিয়েছেন পরিণীতি ও রাঘব। তাঁদের সব প্রার্থনার ফসল এই সম্পর্ক, তাতেই সায় দিয়েছেন দু’জনে। সমাজমাধ্যমের পাতায় ছবি পোস্ট করে লিখেছেন দুই তারকা। একে অপরের সান্নিধ্য পেয়ে যে কতটা আপ্লুত তাঁরা, তা স্পষ্ট যুগলের ছবিতেই।

মুম্বইয়ের রেস্তরাঁ থেকে বিমানবন্দর, সর্বত্র এক সঙ্গে ধরা দিয়েছেন চর্চিত যুগল। তবে বাগ্‌দান ও বিয়ে নিয়ে কখনও টুঁ শব্দটি করেননি কেউই। যদিও নিজেদের প্রেম লুকিয়েও রাখেননি তাঁরা। ব্যক্তিগত পরিসরে নিজেদের সম্পর্ককে উদ্‌যাপন করলেও অনুরাগীদের জন্য সমাজমাধ্যমের পাতায় বাগ্‌দানের ছবি সবার সঙ্গে ভাগ করে নিলেন পরিণীতি ও রাঘব দু’জনেই। বাগ্‌দানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া, মণীশ মলহোত্রর মতো মায়ানগরীর পরিচিত মুখেরা। ছিলেন আদিত্য ঠাকরে, পি চিদম্বরম, ভগবন্ত সিংহ মানের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

১৩-বছর-পরে-কলকাতায়-এসে-মঞ্চ-মাতালেন-সলমন-খান,খোশমেজাজে-ভাইজান-বললেন,-‘আবার-আসব’! Read Next

১৩ বছর পরে কলকাতায় এসে মঞ...