You will be redirected to an external website

Ritabhari Chakraborty: বিদেশ বিভুঁয়ে দুধ সাদা গাউনে দ্যুতি ছড়ালেন অভিনেত্রী

Ritabhari-Chakraborty:-বিদেশ-বিভুঁয়ে-দুধ-সাদা-গাউনে-দ্যুতি-ছড়ালেন-অভিনেত্রী

দুধ সাদা গাউনে দ্যুতি ছড়ালেন অভিনেত্রী

ফ্যাশন মানে রোগা বা মোটা নয়, সদ্য ফাটাফাটি সিনেমায় এই বার্তা দিয়েছেন ঋতাভরী চক্রবর্তী।ছবির শুটিংয়ের জন্য প্রায় এক মাস লন্ডনে থাকতে হয়েছে ঋতাভরী চক্রবর্তী। আর টলিনায়িকা কাজের অবসরে ঢুঁ মারতে বেরিয়ে পড়েছেন ইংল্যান্ডের কান্ট্রিসাইডে। আসলে ঘুরতে খুবই ভালবাসেন ঋতাভরী। তাই সময় পেলেই ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন।

ঘোড়ার আস্তাবলের সামনে ধবধবে দুধ সাদা গাউনে যেন মোহময়ী অভিনেত্রী। ডিপ কাট নেকলাইন থেকে উঁকি দিচ্ছে উন্মুক্ত বক্ষবিভাজিকা। খোলা চুল। মৃদুমন্দ বাতাস এসে নাড়িয়ে দিচ্ছে। প্রকৃতির মাঝে একেবারে আনমোনা হাসিখুশি মেজাজে ধরা দিলেন ঋতাভরী।তবে নিন্দে যতই হোক কাউগার্ল লুকে ঋতাভরী চক্রবর্তী একেবারে ‘পারফেক্ট’।সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই হট অবতারে ধরা দেন অভিনেত্রী। কখনও লাল গাউন আবার কখনও বা মনোকিনিতে নেটপাড়ার উষ্ণতা বাড়ান ঋতাভরী। এবার ইংল্যান্ডের কান্ট্রিসাইডে ‘কাউগার্ল’ লুকে দেখা গেল তাঁকে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Tollywood-:-নতুন-ছবি-‘প্রধান’-এর-জন্য-বিশেষ-প্রস্তুতি-দেবের,ভাগ-করে-নিলেন-অনুরাগীদের-সঙ্গে Read Next

Tollywood : নতুন ছবি ‘প্রধান’-এ...