You will be redirected to an external website

Rashmika Mandanna: প্রতারণার শিকার হলেন অভিনেত্রী রশ্মিকা, ৮০ লাখ টাকার ক্ষতি

প্রতারণার শিকার হলেন অভিনেত্রী

বেজায় ব্যস্ত অভিনেত্রী। এর মাঝেই বিপত্তি। প্রায় ৮০ লাখ টাকা খোয়া গেল অভিনেত্রীর। সূত্রের খবর, অভিনেত্রীর এই বিপুল অঙ্কের টাকা চুরির পিছনে রয়েছে তাঁর দীর্ঘ দিনের ম্যানেজারের হাত। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ম্যানেজারকে চাকরি থেকে বিতাড়িত করেন রশ্মিকা।

যদিও এই বিপুল অঙ্কের টাকা চুরি প্রসঙ্গে পুলিশে অভিযোগ করেননি রশ্মিকা। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, অহেতুক এটি নিয়ে কোনও ধরনের খবর হোক চান না রশ্মিকা। সেই কারণে নিজের ম্যানেজারকে চাকরি থেকে বরাখাস্ত করেই ক্ষান্ত হয়েছেন নায়িকা।

গুডবাই’-এর পরে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে রশ্মিকার আরও একটি বলিউড ছবি, ‘মিশন মজনু’। ওই ছবিতে সিদ্ধার্থ মলহোত্রর বিপরীতে দেখা গিয়েছে তাঁকে। এর পর রণবীর কপূরের সঙ্গে ‘অ্যানিমাল’ ছবিতে দেখা যেতে চলেছে রশ্মিকাকে। তবে তার আগেই পরের ছবি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে অভিনেত্রীর। খবর, এর পর বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহিদ কপূরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Read Next

Adipurush: বিতর্কের মধ্যেও লাভ...