You will be redirected to an external website

Allu Arjun:লাল-নীল-সবুজের মেলা অল্লুর গায়ে!কবে আসছে ‘পুষ্পা ২’?

Allu-Arjun:লাল-নীল-সবুজের-মেলা-অল্লুর-গায়ে!কবে-আসছে-‘পুষ্পা-২’?

অল্লুর নতুন চেহারা দেখা যেতেই হতবাক দর্শক

লাল টকটকে কপাল, গাল দু’টি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ— এ ভাবেই দেখা গেল অল্লু অর্জুনকে। ৮ এপ্রিল অল্লুর জন্মদিনে মুক্তি পেল ‘পুষ্পা ২’-এর প্রথম পোস্টার। নিমেষে মনোযোগ কেড়ে নিয়ে নেটদুনিয়ায় ভাইরাল অল্লুর নতুন রূপ। অদ্ভুত বেশই নয়, সারা গায়ে গয়নাও রয়েছে অভিনেতার। হাতে বন্দুক। ক্যামেরায় সোজা তাকিয়ে রয়েছেন অল্লু। পুলিশের চোখে ফাঁকি দিতেই কি এমন সাজ? গল্প নিয়েও চলছে চর্চা।

নতুন লুক শেয়ার করে অল্লু লিখেছেন, “পুষ্পার রাজ শুরু হল!” সেই দেখে অনুরাগীদের মন্তব্য, “ভারতীয় সিনেমাকে পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছেন আপনারা।’’

আগের দিনই প্রকাশ্যে এসেছে ‘পুষ্পা: দ্য রুল’ ছবির ট্রেলার। সেখানে দেখা গিয়েছে, পুষ্পা রাজ তিরুপতি জেল থেকে কী ভাবে পালিয়েছে। দর্শক আগে ভেবে থাকতে পারেন, পুলিশ পুষ্পাকে মেরেছে। কিন্তু পরে দেখা গেল সে লুকিয়ে রয়েছে জঙ্গলে।

২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ়’। অল্লু অর্জুন অভিনীত এই ছবি নজর কেড়েছিল দর্শকের। এই ছবির মাধ্যমেই সর্বভারতীয় স্তরে পরিচিত মুখ হয়ে ওঠেন অল্লু। দেশের বক্স অফিসে সাড়ে তিনশো কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এই ছবি। তার পর থেকেই ছবির দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শক ও অনুরাগীরা। কবে মুক্তি পাবে ‘পুষ্পা ২’, অনুরাগীদের মুখে এখন একটাই প্রশ্ন। সে তথ্য অবশ্য ফাঁস করেননি নির্মাতারা।

অন্য এক সূত্রে খবর, আপাতত শুটিং বন্ধ রাখলেও তিন মাস পরে ফের শুটিংয়ে ফিরতে চলেছে ছবির গোটা টিম। সে ক্ষেত্রে জুলাই-অগস্ট নাগাদ ফের শুরু হবে শুটিং। সে দিক থেকে দেখলে, এই বছর ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা বিশেষ নেই বললেই চলে। তবে কি পরের বছরেই মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’?

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার �...

বলিউডের-‘বাদশা’-কলকাতায়-এসে-লড়াকু-নারীদের-কাঁধে-হাত-রাখলেন-শাহরুখ Read Next

বলিউডের ‘বাদশা’ কলকাতায়...

Related News