You will be redirected to an external website

চেরা গাউনে অন্তঃসত্ত্বা বিপাশা যেন সম্রাজ্ঞী

চেরা-গাউনে-অন্তঃসত্ত্বা-বিপাশা-যেন-সম্রাজ্ঞী

ক্যামেরার সামনে এলেন হবু মা

চেহারা যেমনই হোক, নিজস্বতাই সৌন্দর্য। ব্রোঞ্জ রঙের চেরা গাউনে মাতৃত্বের রূপ মেলে ধরে সেই বার্তা ছড়িয়ে দিয়েছেন অভিনেত্রী বিপাশা বসু। গাউন অবশ্য তিনি জড়িয়ে রেখেছেন শরীরে। নিম্নাঙ্গ অনাবৃত। সন্তান জন্ম দেওয়ার দিন এগিয়ে আসছে। তার আগে স্ফীতোদর আগলে ক্যামেরার সামনে এলেন গরবিনি হবু মা।

ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ঢলোঢলো লাস্যময়ী অভিনেত্রী বিপাশা নয়, আসন্নপ্রসবা নারীর রূপ মুগ্ধ হয়ে দেখে চলেছেন সকলে। বলাবলি করছেন, ‘‘কী বলিষ্ঠ পদক্ষেপ!’’ যদিও বিপাশা এতে বলিষ্ঠ কিছু করেননি। ‘জিস্‌ম’-নায়িকা ছবি শেয়ার করে লিখেছেন, ‘‘সব সময় নিজেকে ভালবাসুন। যে শরীরে বাস করছেন তাকে ভালবাসুন।’’ সেই মন্ত্রে হৃদয় এঁকে দিয়েছেন বলিউড সতীর্থরা। শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা।

এক সাক্ষাৎকারে জানান, প্রথম যখন বুঝলেন তিনি অন্তঃসত্ত্বা, সে কী স্বর্গীয় অনুভূতি! বিপাশার কথায়, ‘‘আবেগে ভরা সেই দিন। কর্ণ ছুটে গেল আমার মায়ের বাড়িতে। আমি চেয়েছিলাম প্রথম খবরটা আমার মা জানুক। সকলেই আবেগপ্রবণ হয়ে পড়লেন। আমার মায়ের স্বপ্ন ছিল, আমি আর কর্ণ সন্তান আনব পৃথিবীতে। ভরসা রেখেছিলাম। আমি মা হতে চলেছি শেষমেশ। কৃতজ্ঞ জীবনের কাছে।’’

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

ঠিকানা-বদল-জাহ্নবীর!-প্রাসাদসম-বাড়ি-কিনলেন-নায়িকা,-দাম-কত-জানেন? Read Next

ঠিকানা বদল জাহ্নবীর! প্র...