বক্স অফিসে ছবিটি প্রায় ১৩৫ কোটি টাকার ব্যবসা করেছে
সানি দেওল অভিনীত এই ছবির ব্যবসা নিয়ে ইন্ডাস্ট্রিতে শুরু থেকে খুব বেশি উৎসাহ ছিল না। সেখানে সিনেমা বিশেষজ্ঞদের রীতিমতো চমকে দিয়েছে এই ছবির ব্যবসা। রবিবার পর্যন্ত বক্স অফিসে ছবিটি প্রায় ১৩৫ কোটি টাকার ব্যবসা করেছে।
ছবির ব্যবসার দিকে একটু নজর দেওয়া যাক। মুক্তির প্রথম দিনে ‘গদর ২’-এর ব্যবসার পরিমাণ ছিল ৪০ কোটি টাকা। শনিবার সেই অঙ্ক দাঁড়িয়েছে ৪৩ কোটি টাকায়। রবিবার কিন্তু ছবিটি হাফ সেঞ্চুরি পেরিয়েছে! ব্যবসার পরিমাণ ৫১ কোটি ৭০ লক্ষ টাকা।
তবে শুধু সানির ছবি নয়, স্বাধীনতা দিবসের প্রাক্কালে রজনীকান্ত অভিনীত ‘জেলর’, অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি ২’ এবং চিরঞ্জীবী অভিনীত ‘ভোলা শঙ্কর’ও মুক্তি পেয়েছে। সব মিলিয়ে চিত্রটা যে সিনেমা ব্যবসার জন্য ভাল, সে কথা উল্লেখ করেছে গিল্ড (প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া) এবং এমএআই (মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া)। সোমবার তারা একটি যৌথ বিবৃতিতে বলে, গত সপ্তাহান্তে ২ কোটির বেশি দর্শক সিনেমা হলে ছবি দেখেছেন এবং সিনেমার ব্যবসা হয়েছে ৩৯০ কোটি টাকারও বেশি। অতিমারির পর বাণিজ্যিক ছবিকে ঘিরে দর্শকদের এই উৎসাহ প্রযোজক থেকে পরিবেশক— প্রত্যেকের মুখেই হাসি ফুটিয়েছে বলে মনে করছেন দুই সংগঠনের কর্তারা।