You will be redirected to an external website

Kangana Ranaut: কঙ্গনার নতুন ছবি ‘তেজস’-এর প্রথম দিনের আয় অবিশ্বাস্য!

Kangana-Ranaut:-কঙ্গনার-নতুন-ছবি-‘তেজস’-এর-প্রথম-দিনের-আয়-অবিশ্বাস্য!

কঙ্গনার নতুন ছবি ‘তেজস’-এর প্রথম দিনের আয় অবিশ্বাস্য!

বিতর্ক যাঁর পিছু ছাড়ে না তিনি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিউডে বন্ধু বলে নাকি কেউ নেই তাঁর। বড্ড একা কঙ্গনা। তবে শাসকদলের ঘনিষ্ঠ। কথা কথায় গেরুয়া শিবিরের হয়ে গলা ফাটান তিনি। নিন্দকেরা বলেন, বলিউডে কেউই নাকি তাঁর সঙ্গে কাজ করতে রাজি নন, চারপাশে এত শত্রু তাঁর। তাই নিজেই প্রযোজনা সংস্থা খুলেছেন। নিজের ছবির প্রযোজক কঙ্গনা নিজেই। একের পর এক ছবি মুক্তি পাচ্ছে তাঁর। তবে ভাগ্যে শিকে ছিঁড়ছে না। এক সময় যে কঙ্গনা বক্স অফিসে দাপট দেখাতেন, এখন তাঁর ভাগ্যে যেন শুধুই ব্যর্থতা। এই উৎসবের মরসুমে মুক্তি পেয়েছিল তাঁর নতুন ছবি ‘তেজস’। 

‘মণিকর্ণিকা’, ‘থালাইভি’ কিংবা ‘পঙ্গা’— একের পর এক ছবি মুখ থুবড়ে পড়েছে কঙ্গনার। তবে হাল ছাড়ার পাত্রী নন তিনি। এই শুক্রবার মুক্তি পায় ‘তেজস’। ছবি ভাল ফল করবে বলে আশা ছিল তাঁর। তবে বক্স অফিস রিপোর্ট হাতে আসতেই স্পষ্ট সবটা। ডাহা ফেল করলেন কঙ্গনা। প্রথম দিনে এই ছবির আয় ১ কোটি ২৫ লক্ষ। দেশের মাল্টিপ্লেক্সগুলি থেকে সংগ্রহ হয়েছে মোটে ৮৫ লক্ষ টাকা। যে গতিতে এগোচ্ছে কঙ্গনার ‘তেজস’, তাতে পাঁচ নম্বর ফ্লপের মুখ দেখতে চলেছেন অভিনেত্রী। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Matthew-Perry:-প্রয়াত-আমেরিকান-অভিনেতা-ও-কৌতুকশিল্পী-ম্যাথু-পেরি Read Next

Matthew Perry: প্রয়াত আমেরিকান অ...