‘দুর্গ রহস্য’- এর প্রথম ঝলক হাজির
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’ অবলম্বনে ছবি তৈরি করছেন বিরসা দাশগুপ্ত। এমনিতে বাংলায় ব্যোমকেশের ছড়াছড়ি। তবে এ বার নতুন ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে দেবকে। আর সত্যবতী হয়েছেন রুক্মিণী মৈত্র। এই দুই নাম ঘোষণার পর যেমন একদল দারুণ উত্তেজিত হয়ে মুখিয়ে রয়েছেন ছবিটা কেমন হয়, দেখার জন্য। তেমনই আরও এক দল প্রস্তুত সমালোচনা করার জন্য। ফলে দেবের ব্যোমকেশ নিয়ে কৌতূহল তুঙ্গে। সম্প্রতি একে একে প্রকাশ্যে এসেছে নায়ক নায়িকার লুক। শনিবার দেখা গেল ছবির ‘প্রি-টিজ়ার’। বাংলা সিনেমার ক্ষেত্রে ট্রেলার কিংবা টিজ়ারের চল থাকলেও এই ‘প্রি-টিজ়ার’ বিষয়টি খুব একটা দেখা যায় না। তবে নতুন কিছু নয়। ট্রেলারেরই এক ঝলক বলা যেতে পারে। ৪১ সেকেন্ডের একটি ভিডিয়ো নিমেষের মধ্যে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
আগে রজিত কপূর, উত্তম কুমার, সুশান্ত সিংহ রাজপুত, আবীর চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য-সহ অনেককেই ব্যোমকেশের চরিত্রে দেখেছেন দর্শক। অন্য দিকে সত্যবতী রূপে দেখা গিয়েছিল ঊষসী চক্রবর্তী, সোহিনী সরকার, ঋদ্ধিমা ঘোষকে। শাঁখা-পলা হাতে খাঁটি বাঙালি সাজে রুক্মিণীকে দেখে অবশ্য অনেকে প্রশংসাও করেছেন।