You will be redirected to an external website

প্রকাশ্যে এল দেবের ছবির ফার্স্ট লুক,ব্যোমকেশের লড়াইয়ে এ বার শামিল দেবও

প্রকাশ্যে-এল-দেবের-ছবির-ফার্স্ট-লুক,ব্যোমকেশের-লড়াইয়ে-এ-বার-শামিল-দেবও

প্রকাশ্যে এল দেবের ছবির ফার্স্ট লুক

বেশ কিছু আগেই নতুন ছবির কথা ঘোষণা করেছিলেন নায়ক। তাঁর আগামী ছবি যে ব্যোমকেশের গল্পের প্রেক্ষাপটে নির্মিত হবে, সে কথা টুইট করেছিলেন নায়ক। পয়লা বৈশাখের দিন প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ‘দুর্গরহস্যের’ প্রেক্ষাপটে ছবির গল্প বুনছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। প্রথমে অবশ্য এই ছবিকে কেন্দ্র করে উঠেছিল নানা গুঞ্জন৷ শোনা গিয়েছিল, সৃজিত মুখোপাধ্যায় নাকি পরিচালনা করবেন এই ছবি। যদিও সেই জল্পনা যে মিথ্যে, তা নিজেই জানান পরিচালক।

পরনে কোট, এক হাতে টর্চ,অন্য হাতে সাপ আর চোখে মোটা ফ্রেমের চশমা— এমনই এক লুকে সকলের সামনে এসে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন দেব। এর আগে শঙ্করের চরিত্রে তাঁকে দেখেছেন দর্শক। বিপুল প্রশংসাও পেয়েছেন৷ এই প্রথম বার ব্যোমকেশের চরিত্রে তাঁকে দেখবেন দর্শক। আগে এই চরিত্রে অভিনয় করেছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন আবীর চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, গৌরব চক্রবর্তী-সহ আরও অনেকে। সেই তালিকায় জুড়ল দেবের নাম। এই নতুন ব্যোমকেশকে দর্শকের কতটা মনে ধরবে সেই উত্তর দেবে সময়।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Vedaant:-সাঁতারে-মাধবনের-ছেলের-অভিনব-কীর্তি! Read Next

Vedaant: সাঁতারে মাধবনের ছেলে...