You will be redirected to an external website

ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা,ফ্ল্যাট থেকে উদ্ধার নায়িকার ঝুলন্ত দেহ

ঘটে-গেল-এক-অনভিপ্রেত-ঘটনা,ফ্ল্যাট-থেকে-উদ্ধার-নায়িকার-ঝুলন্ত-দেহ

ফ্ল্যাট থেকে উদ্ধার নায়িকার ঝুলন্ত দেহ

ফ্ল্যাট থেকে উদ্ধার হল অভিনেত্রীর নিথর দেহ। শনিবার ২৭ তারিখ ফ্ল্যাট থেকে উদ্ধার হল অমৃতা পান্ডে নামক এক অভিনেত্রীর ঝুলন্ত দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। মুম্বইয়ে স্বামীর সঙ্গে থাকতেন অমৃতা। বিহারের ভাগলপুরে এক বিয়েবাড়িতে এসেছিলেন তিনি। রিপোর্ট জানাচ্ছে, বিয়েবাড়ি কেটে গেলেও সেখানে কিছু দিন থেকে যাওয়ার পরিকল্পনা ছিল এই ভোজপুরি অভিনেত্রীর। 

যদিও ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট মেলেনি। জানা যাচ্ছে, হতাশায় ভুগছিলেন অভিনেত্রী। পরিবার সূত্রে খবর, তাঁর চিকিৎসাও চলছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সাবইনস্পেক্টর আনন্দ কুমারের নেতৃত্বে তৈরি হয়ে বিশেষ টিমও। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। কী কারণে এই চরম পদক্ষেপ করলেন তিনি তাই খতিয়ে দেখছে পুলিশ

২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তুনিশা খান থেকে শুরু জিয়া খান– তালিকাটা লম্বা। চাকচিক্যের আড়ালে গ্ল্যামার জগতের কালো দিক আবারও যেন সামনে। ভক্তদেরও মন খারাপ।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Sahil-Khan:-গড়াপেটাকাণ্ডে-এ-বার-অভিনেতা-সাহিল-খানকে-গ্রেফতার-করল-মুম্বই-পুলিশ Read Next

Sahil Khan: গড়াপেটাকাণ্ডে এ বা...