You will be redirected to an external website

সুশান্তের দেহ উদ্ধার হয়েছিল যে ফ্ল্যাট থেকে, কিনলেন ‘দ্য কেরালা স্টোরি’র অদা!

সুশান্তের-দেহ-উদ্ধার-হয়েছিল-যে-ফ্ল্যাট-থেকে,-কিনলেন-‘দ্য-কেরালা-স্টোরি’র-অদা!

ফ্ল্যাট কিনলেন ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা

অদা শর্মা এই মুহূর্তে একটি চর্চিত নাম। সৌজন্যে ‘দ্য কেরালা স্টোরি’। একটি দীর্ঘ সময় বলিউডে লড়াই করার পর, ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করছেন অদা। এর মাঝে এল এক নতুন খবর। মুম্বইয়ে নিজের থাকার পাকাপাকি বন্দোবস্ত করলেন অভিনেত্রী। ফ্ল্যাট কিনলেন অদা। তবে সে ফ্ল্যাট অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বান্দ্রার ফ্ল্যাটটি।

২০২০ সালের জুন মাসে আচমকা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর খবর আসে। মুম্বইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় সমুদ্রমুখী মন্ট ব্লাঙ্ক ফ্ল্যাটে থাকতেন অভিনেতা। সেখানেই উদ্ধার হয়েছিল তরুণ অভিনেতার নিথর দেহ। সুশান্তের মৃত্যুর পর দেশ জুড়ে তোলপাড় হয়ে যায়। তদন্ত শুরু হয়। শেষমেশ রিপোর্টে জানানো হয়, আত্মহত্যা করেছেন অভিনেতা। এই ঘটনার পর থেকেই অভিজাত এলাকার ওই ফ্ল্যাটের চাহিদা পড়তে থাকে। যদিও সেই সময় বলিউডের বেশ কিছু অভিনেতা বাড়ি খুঁজছিলেন।

বান্দ্রার জগার্স পার্ক এলাকার সেই বাড়ি থেকে দেখা যায় সমুদ্র। আর ঘরে বসে সমুদ্রদর্শনের জন্য সেই ফ্ল্যাটের ভাড়া চিরকালই বেশ উপরের দিকেই থাকত। যদিও সুশান্তের মৃত্যুর পর থেকে ফাঁকাই পড়েছিল এই ফ্ল্যাট। মাঝে যদিও খবর পাওয়া যায়, এক বিদেশি নাকি ভাড়া নিয়েছিলেন সুশান্তের এই ফ্ল্যাটটি।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Kriti-Alia:-জীবনের-প্রথম-জাতীয়-পুরস্কার,যুগ্ম-জাতীয়-পুরস্কার-পেলেন-কৃতি-আলিয়া Read Next

Kriti-Alia: জীবনের প্রথম জাতীয় ...