You will be redirected to an external website

বিতর্ক যতই হোক পরিমণী ‘মানবিক’, মাতৃহারা দুই শিশুর দায়িত্ব নিলেন নায়িকা

বিতর্ক-যতই-হোক-পরিমণী-‘মানবিক’,-মাতৃহারা-দুই-শিশুর-দায়িত্ব-নিলেন-নায়িকা

মাতৃহারা দুই শিশুর দায়িত্ব নিলেন নায়িকা

পুরুষতান্ত্রিক সমাজে বারবার আঙুল তোলা হয়েছে তাঁর জীবনযাপন নিয়ে। তবে শত বিতর্কের মাঝেও ভুলে যাননি মানবিকতা। এবার সমাজকে সেই ‘মানবিক মুখ’ই দেখালেন পরীমণি। বাংলাদেশের দুস্থ ভ্যান চালকের দুই শিশুর দেখভালের জন্য এগিয়ে এলেন অভিনেত্রী।

দিন কয়েক আগেই পদ্মাপারে খবরের শিরোনামে এসেছিল এক করুণ কাহিনি। রনি সিকদার ফিরোজা নামে এক ভ্যান-রিকশাচালকের স্ত্রী মারা যাওয়ার পর থেকে তাঁদের দুই সন্তান নূর ও মরিয়ামকে বাড়িতে তালা বন্ধ করে রেখে কাজে যেতে হত। সারাদিন ওই দুই শিশুর দেখভালের জন্য কেউ ছিল না। অযত্নের ফলে খুব খারাপ পরিস্থিতি হয় নূর ও মরিয়ামের। সেই খবর প্রকাশ্যে আসতেই বাংলাদেশ প্রশাসন তৎপর হয়। আর্থিক অনুদান দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শেখ হাসিনা সরকারের তরফে একটি ঘরও তাদের দেওয়া হবে বলে জানা গিয়েছে। কেউ বা ওই ব্যক্তিকে ইলেকট্রিক রিকশা উপহার দিয়েছেন। কিন্তু মাতৃহারা শিশু দুটির দেখভাল করার কেউ নেই। এবার সেই প্রেক্ষিতেই এগিয়ে এলেন পরীমণি।

প্রসঙ্গত, ব্যক্তিগতজীবনে পরীমণির টানাপোড়েনের অন্ত নেই। কখনও মাদক বিতর্কে জড়িয়ে শ্রীঘরে কাটাতে হয়েছে তো কখনও বা আবার পুলিশ অফিসারের সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ফাঁস হয়েছে তাঁর। তবে শরিফুল রাজকে বিয়ে করে সুখের ঘরকন্না করতে চেয়েছিলেন নায়িকা। তাঁদের এক খুদে সন্তানও রয়েছে- রাজ্য। এখন পরীমণির জগৎ তাঁকে ঘিরেই। চতুর্থ স্বামীর সঙ্গে মুখ দেখাদেখি প্রায় বন্ধ। সদ্য সন্তান রাজ্যকে সুস্থ করে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়েছেন। এবার মাতৃহারা দুই শিশুকে মায়ের স্নেহ দিতে এগিয়ে এলেন মানবিক পরীমণি।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Josephin-Chaplin:-চার্লি-চ্যাপলিনের-কন্যা-জোসেফিন-চ্যাপলিন-প্রয়াত,৭৪-বছর-বয়সে--মৃত্যু-হয়-তাঁর Read Next

Josephin Chaplin: চার্লি চ্যাপলিনে...