You will be redirected to an external website

Arijit Singh-Badshah: মঞ্চে উঠে অরিজিতের পা ছুঁয়ে প্রণাম করলেন বাদশা

Arijit-Singh-Badshah:-মঞ্চে-উঠে-অরিজিতের-পা-ছুঁয়ে-প্রণাম-করলেন-বাদশা

মঞ্চে উঠে অরিজিতের পা ছুঁয়ে প্রণাম করলেন বাদশা

দেশের বিভিন্ন তারকার সঙ্গে তো বটেই, ‘দেসপাসিতো’ খ্যাত জে বলভিনের মতো আন্তর্জাতিক তারকার সঙ্গেও হাত মিলিয়ে কাজ করেছেন তিনি। জনপ্রিয়তার পাশাপাশি বিত্তের দিক থেকে কম যান না বাদশা। এ বার তাইল্যান্ডে গান গাইতে গেলেন অরিজিৎ সিংহের সঙ্গে। সেখানেই র‌্যাপ তারকার ব্যবহারে হতবাক নেটপাড়া। একই মঞ্চে গান গাইবেন বাদশা-অরিজিৎ। মঞ্চে অনেক ক্ষণ আগেই উঠেছিলেন অরিজিৎ। দর্শকের সামনে স্বাগত জানান বাদশাকে। সেই সময় অরিজিতের পায়ে হাতে দিয়ে প্রণাম করলেন বাদশা।

খ্যাতনামী গায়ক হওয়া সত্ত্বেও নিতান্তই সাধারণ জীবনযাপন করেন অরিজিৎ। তাঁর জীবনযাপনে না আছে আতিশয্যের উপস্থিতি, না আছে কোনও চাকচিক্যের ছাপ। সারা বিশ্ব ঘুরে সঙ্গীতানুষ্ঠান করেন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বাড়ি তাঁর। সেখানে থাকাকালীন বাইকে বা স্কুটারে চড়েই ঘোরাফেরা করেন গায়ক। ছেলেদের ভর্তি করেছেন মুর্শিদাবাদের স্কুলে। একাধিক বার অরিজিতের সাদামাঠা জীবনের ঝলক প্রকাশ্যে এসেছে। কখনও মুদির দোকানে গিয়ে জিনিসপত্র কিনেছেন তিনি, কখনও আবার ছেলেকে নিজে স্কুলে পৌঁছে দিয়ে এসেছেন। রাস্তায় পরিচিতদের সঙ্গে দেখা হলে কুশল বিনিময় করতেও ভোলেন না অরিজিৎ। শুধু বাদশা নন, ‘অ্যানিম্যাল’ ছবি মুক্তির আগে অরিজিতের একটি অনুষ্ঠানে এসেছিলেন রণবীর কপূর। সেখানে গায়কের পায়ে হাতে দিয়ে প্রণাম করেছিলেন রণবীরও। এ বার বয়সে অরিজিতের থেকে বছর তিনেকের বড় হয়েও গায়কের পা ছুঁয়ে সম্মান জানালেন বাদশা।

অবশ্য অরিজিতের প্রতি বাদশার মুগ্ধতা নতুন কিছু নয়। মাসখানেক আগে গায়কের মুর্শিদাবাদের বাড়িতে এসেছিলেন তিনি। সেই সময় স্কুটি চেপে অরিজিতের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল তাঁকে। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Salman-Khan:-ইদের-দিন-সলমনের-উপহার,-ঘোষণা-করলেন-নতুন-ছবির-নাম Read Next

Salman Khan: ইদের দিন সলমনের উপহ...