You will be redirected to an external website

বিরাটের নতুন ট্যাটুতে রয়েছে এক আশ্চর্য রহস্য । কত দিন ধরে তার ডিজাইন তৈরি হয়েছে জানেন?

বিরাটের-নতুন-ট্যাটুতে-রয়েছে-এক-আশ্চর্য-রহস্য-।-কত-দিন-ধরে-তার-ডিজাইন-তৈরি-হয়েছে-জানেন?

বিরাটের নতুন ট্যাটুর অর্থ ফাঁস!

 তাঁর বরাবরই ভীষণ প্রিয়। যে কারণে সারা শরীর জুড়ে এক ডজন ট্যাটু করিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি আইপিএল শুরুর আগেই বিরাট কোহলির  হাতে দেখা যায় একটি নতুন ট্যাটু। সঙ্গে সঙ্গেই ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়, নয়া ট্যাটুর নেপথ্য কি বিশেষ কোনও কারণ রয়েছে? বিরাটকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি অবশ্য কিছুই জানাননি। তবে এবার প্রকাশ্যে এল নতুন ট্যাটুর রহস্য। কী কারণে ডান হাতে নতুন ট্যাটু আঁকিয়েছেন কিং কোহলি, সেই তথ্য ফাঁস করলেন তাঁর ট্যাটু আর্টিস্ট।তাঁর বরাবরই ভীষণ প্রিয়। যে কারণে সারা শরীর জুড়ে এক ডজন ট্যাটু করিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

 বর্তমানে তিনি আরসিবির হয়ে আইপিএলে খেলতে ব্যস্ত। চলতি বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফি ও ওডিআই সিরিজের পরও কোহলির শরীরে ১১টি ট্যাটু ছিল। আইপিএলের-১৬তম সংস্করণের আগে বিরাট তাঁর শরীরে নতুন ট্যাটুটি করিয়েছেন। কোহলির অতীতে করানো ১১টি ট্যাটুর আলাদা আলাদা অর্থ রয়েছে। যে কারণে তাঁর নতুন ট্যাটুটির অর্থ কী, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কোহলির ভক্তরা। এ বার বিরাটের ১২তম ট্যাটুটির আর্টিস্ট খোদ জানিয়েছেন সেই ট্যাটুটির আসল অর্থ কী।গত দু’বছর ধরে এলিএন্স ট্যাটুএই ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি ফলো করেছেন কোহলি। এই ট্যাটু আর্টিস্টের কাজ বিরাটের বেশ পছন্দ হয়। তাই তিনি কয়েক বছর আগে তাঁদের সঙ্গে দেখা করে এই স্টুডিওর করা কাজের ছবি দেখিয়ে নিজের একটি নতুন ট্যাটু করানোর কথা জানান। সম্প্রতি বিরাট ফের ওই ট্যাটু আর্টিস্ট সানি ভানুশালীর সঙ্গে যোগাযোগ করে নতুন ট্যাটু করানোর কথা জানান। এরপরই বিরাটের ট্যাটুর কাজ শুরু হয়।

ট্যাটু আর্টিস্ট সানি ভানুশালী জানিয়েছেন, দুই দফায় প্রথমে মুম্বই স্টুডিওতে ছয় ঘণ্টা কাজ হয় বিরাটের হাতে। তারপর বেঙ্গালুরুর স্টুডিওতে দ্বিতীয় সেশনে ৮ ঘণ্টা কাজ করা হয় বিরাটের ট্যাটুতে। এত দীর্ঘ সময় ধরে নতুন ট্যাটুটি আঁকানোর সময় কোনও বিরক্তি প্রকাশ করেননি বিরাট। এর আগে একটি ট্যাটু ছিল বিরাটের ডান হাতে। সেটা চাপা দিয়ে সেখানে নতুন করে ট্যাটু বানানো হয়েছে। সানি বলেন, “বিরাট আমাদের কাজ খুব পছন্দ করেন, সেটা শুনে অবাক হয়ে গিয়েছিলাম। শুধু তাই নয় এই ট্যাটু করতে দীর্ঘ সময় লাগবে সেটা জানার পরও একদমই বিরক্ত হননি কোহলি। তিনি শুধু জানিয়েছিলেন, নতুন ট্যাটুর সঙ্গে তাঁর আধ্যাত্মিকতার যোগ থাকবে।”

AUTHOR :

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Nandi-sisters:নন্দিতা-শিবপ্রসাদের-‘রক্তবীজ’-এ-গাইবেন-‘নন্দী-সিস্টার্স’! Read Next

Nandi sisters:নন্দিতা-শিবপ্রসাদ...