হঠাৎই সিনেমা হল লক্ষ্য করে বোমাবাজি
ভর সন্ধেবেলায় বিহারের পটনায় সিনেমা হলকে লক্ষ্য করে আচমকাই বোমাবাজি। ভিতরে তখন চলছে সানি দেওলের ছবি ‘গদর ২’। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হঠাৎই সেখানে পৌঁছে যান কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি। সিনেমা হলকে লক্ষ্য করে ছোড়া হয় বোমা। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ, চলছে তদন্ত।
সিনেমা হলটির মালিক সুমন সিনহার অনুমান, দুষ্কৃতিরা টিকিট ব্ল্যাক করতে চেয়েছিল। কিন্তু সুবিধে করতে না পারায় ভয়ের আবহ তৈরি করতেই ছোড়া হয়েছে বোমা। তাঁর আরও অভিযোগ, হলের কর্মচারীদের সঙ্গেও খারাপ ব্যবহার করা হয়েছে। প্রসঙ্গত, ‘গদর ২’ মুক্তির পর থেকেই ছবিটি যেমন বক্স অফিসে ব্যাপক বাণিজ্য করেছে। ঠিক একই রকম ভাবে ওই ছবিকে ঘিরে তৈরি হয়েছে নানা বিচ্ছিন্ন নেতিবাচক ঘটনা। এ সত্ত্বেও ছবিটির লাভের অঙ্ক এক সপ্তাহে প্রায় ২৫০ কোটি। আগামী দিনে যে তা আরও বাড়তে চলেছে এমনটাই জানাচ্ছে বক্স অফিস ইন্ডিয়ার নানা সূত্র।