You will be redirected to an external website

Gauhar Khan:জন্মদিনের আগেই মা হলেন ‘বিগ বস্‌’ বিজেতা গওহর খান

Gauhar-Khan:জন্মদিনের-আগেই-মা-হলেন-‘বিগ-বস্‌’-বিজেতা-গওহর-খান

মা হলেন ‘বিগ বস্‌’ বিজেতা গওহর খান

২০২০ সালে সুরকার ইসমাইল দরবারের ছেলে জায়েদের সঙ্গে নিকাহ করেন অভিনেত্রী। গওহরের তুলনায় বয়সে প্রায় ১১ বছরের ছোট নৃত্য প্রশিক্ষক জায়েদকে বিয়ে করায় কম কটাক্ষ শুনতে হয়নি। তবে কটু কথায় বিশেষ কান দিতে নারাজ অভিনেত্রী। বৃহস্পতিবার রাতে সুখবর দেন ‘বিগ বস ৭’-এর বিজয়ী গওহর। পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী।

মা হওয়ার পর নিজের সমাজমাধ্যমে সুখবর ভাগ করে নিয়ে অভিনেত্রী লেখেন, ‘‘আসসালাম ওয়ালাইকুম! আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের অফুরান খুশির ঠিকানা এই পৃথিবীর আলো দেখেছে ১০ মে। আমরা বুঝতে পারছি আসল খুশির অর্থটা কী হয়। পুত্রসন্তানের বাবা-মা হলাম। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতটা ভালবাসার জন্য। ইতি— কৃতজ্ঞ এবং সদা হাসতে থাকা বাবা-মা, জায়েদ ও গওহর।’’

গওহরের মা হওয়ার খবরে তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে বলিউডের একাধিক তারকা। অনুষ্কা শর্মার লেখেন, ‘‘অভিনন্দন।’’ সমীরা রেড্ডি বলেন, ‘‘শুভেচ্ছা।’’ দিয়া মির্জা বলেন, ‘‘অনেক অনেক অভিনন্দন।’’ কিশ্বর মার্চেন্ট বলেন, ‘‘মাসাআল্লাহ! তোমাদের অনেক অভিনন্দন জানাই।’’

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Alia-Bhatt:-‘গুচ্চি’-র-ব্র্যান্ড-অ্যাম্বাসাডর-হলেন-আলিয়া-ভট্ট Read Next

Alia Bhatt: ‘গুচ্চি’-র ব্র্যান্...