‘আশিকি ২’-এর সঙ্গীত জুটি এ বার ছাদনাতলায়
‘আশিকি ২’-এর গায়িকা এবং সুরকার জুটির বিয়ের আগের নানা অনুষ্ঠানের ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ৪ নভেম্বর থেকে উৎসব শুরু বলিপাড়ায়। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর চারহাত এক করতে চলেছেন পলক এবং মিথুন।
সকাল থেকে রাত বিয়েবাড়ির রকমারি অনুষ্ঠানের ছবি ঘুরছে। সকালে হলুদ লেহঙ্গায় আলো হয়েছিলেন কনে। দেখা যাচ্ছে, ভাই পলাশ মুচ্ছল পলকের গালে হলুদ ছুঁয়ে দিচ্ছেন। আনন্দজোয়ারে শামিল হয়েছিলেন অভিনেতা শিবাও। পরিবার-পরিজনরা আদরে-আহ্লাদে ভরিয়ে রেখেছিলেন তাঁদের রাজকন্যা পলককে। ক্রিকেট খেলোয়াড় স্মৃতি মন্ধনাকেও দেখা গেল পলকের বন্ধুমহলে। ছবি শেয়ার করে লিখেছেন, “টিম ব্রাইড”।
জানা গিয়েছে, মুম্বইয়ে বিয়ের পর্ব চুকিয়ে বর-কনে যাবেন পলকের ইন্দোরের বাড়িতে। সেখানে রিসেপশনের আয়োজন। নিমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিংহ, নেহা কক্কর থেকে শুরু করে সঙ্গীত ও ছবির জগতের তারারা।