You will be redirected to an external website

টলমল পায়ে এই প্রথম বলিউ়ডের নায়ক হলেন শিখর ধাওয়ান, হাতে হাত রাখলেন কোন নায়িকা?

টলমল-পায়ে-এই-প্রথম-বলিউ়ডের-নায়ক-হলেন-শিখর-ধাওয়ান,-হাতে-হাত-রাখলেন-কোন-নায়িকা?

‘ডবল এক্স এল’-এর নতুন ঝলক প্রকাশ্যে

ক্রিকেট তারকা যখন পর্দায়, দর্শকের উন্মাদনার মাত্রা আলাদাই। কালো স্যুট, বো-তে হুমা কুরেশির হাত ধরে নাচছেন শিখর ধাওয়ান। লাল গাউন, বাদামি চুলে হুমাও রহস্যময়ী। ‘ডবল এক্স এল’ ছবির নতুন ঝলক প্রকাশ্যে এল মঙ্গলবার। এই ছবি দিয়েই বলিউডে পা রাখছেন ভারতীয় ক্রিকেট দলের বাঁ হাতি ব্যাটার শিখর।

দুই স্থূলকায় নারীর জীবন-সফর। যা নিয়ে আবর্তিত হয়েছে সতরাম রমানী পরিচালিত ‘ডবল এক্সএল’-এর কাহিনি। মেরঠের ক্রীড়া উপস্থাপক রাজশ্রী ত্রিবেদীর ভূমিকায় হুমা কুরেশি। দিল্লির পোশাকশিল্পী সায়রা খন্নার চরিত্রে দেখা যাবে সোনাক্ষী সিন্‌হাকে। তাঁরাই সমাজের সৌন্দর্যের মাপকাঠি ঠিক করেন। আগামী ৪ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই কমেডি ছবি।

ক্রিকেট তারকার কেমন লাগছে সিনেমায় কাজ করে? শিখর জানান, এই ছবি তাঁর জীবনে গভীর প্রভাব ফেলতে চলেছে। চিত্রনাট্য শুনেই রাজি হয়েছিলেন তিনি। ক্রিকেটারের কথায়, “জাতীয় খেলোয়ার হওয়ার চাপ খুব বেশি। দম ফেলার ফুরসত নেই। তবু যখনই সময় পাই সিনেমা দেখি। ওটাই আমার অবসর যাপনের প্রিয় অভ্যেস। যখন ‘ডবল এক্স এল’-এর প্রস্তাব পেলাম, চিত্রনাট্য পড়লাম মনে ধরে গেল। অসাধারণ এক সামাজিক বার্তা দিচ্ছে এই ছবি। আশা রাখি, নবীন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যাবে। যা-ই হয়ে যাক, তারা নিজেদের মনের কথাই শুনবে।”

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

সকাল-থেকে-মাথায়-হাত-তারকাদের,-হু-হু-করে-কমছে-ফেসবুকে-ফলোয়ারদের-সংখ্যা!-নেপথ্যে-কোন-কারণ Read Next

সকাল থেকে মাথায় হাত তারক...