হাতেনাতে সাপের বিষ উদ্ধার করল পুলিশ
নিয়ন আলো, ধোঁয়ায় ঘর ভর্তি। দরজা খুলতেই দেখা গেল ভয়ঙ্কর দৃশ্য। রেভ পার্টিতে হানা দিয়ে হাতেনাতে সাপের বিষ উদ্ধার করল পুলিশ। বিপাকে বিগবস ওটিটি ২-র এলভিস যাদব। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। অভিযোগ, রেভ পার্টির আয়োজন করেছিলেন এলভিস। সেই পার্টিতে আবার সাপের বিষের মতো ভয়ঙ্কর নেশাও করা হয়।
পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে নয়ডায় একটি রেভ পার্টিতে অভিযান চালায় পুলিশ। পাঁচজনকে গ্রেফতার করা হয় ওই পার্টি থেকে। তাদের কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ওই পার্টিতে উপস্থিত ছিলেন বিগবস ওটিটি-র বিজেতা এলভিস যাদবও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে, যেখানে এলভিসকে সাপ হাতে দাঁড়িয়ে থাকতে ও সাপ নিয়ে খেলতে দেখা যাচ্ছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ওই রেভ পার্টি থেকে পাঁচটি কোবরা সহ নয়টি জ্যান্ত সাপ উদ্ধার করা হয়েছে। এছাড়া সাপের বিষও উদ্ধার করা হয়েছে।