You will be redirected to an external website

Elvish Yadav: হাতে জ্যান্ত সাপ,‘বিগবস’ খ্যাত এলভিসের বিরুদ্ধে FIR

Elvish-Yadav:-হাতে-জ্যান্ত-সাপ,‘বিগবস’-খ্যাত-এলভিসের-বিরুদ্ধে-FIR

হাতেনাতে সাপের বিষ উদ্ধার করল পুলিশ

নিয়ন আলো, ধোঁয়ায় ঘর ভর্তি। দরজা খুলতেই দেখা গেল ভয়ঙ্কর দৃশ্য। রেভ পার্টিতে হানা দিয়ে হাতেনাতে সাপের বিষ উদ্ধার করল পুলিশ। বিপাকে বিগবস ওটিটি ২-র এলভিস যাদব। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। অভিযোগ, রেভ পার্টির আয়োজন করেছিলেন এলভিস। সেই পার্টিতে আবার সাপের বিষের মতো ভয়ঙ্কর নেশাও করা হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে নয়ডায় একটি রেভ পার্টিতে অভিযান চালায় পুলিশ। পাঁচজনকে গ্রেফতার করা হয় ওই পার্টি থেকে। তাদের কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ওই পার্টিতে উপস্থিত ছিলেন বিগবস ওটিটি-র বিজেতা এলভিস যাদবও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে, যেখানে এলভিসকে সাপ হাতে দাঁড়িয়ে থাকতে ও সাপ নিয়ে খেলতে দেখা যাচ্ছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই রেভ পার্টি থেকে পাঁচটি কোবরা সহ নয়টি জ্যান্ত সাপ উদ্ধার করা হয়েছে। এছাড়া সাপের বিষও উদ্ধার করা হয়েছে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

বিদ্যা-বালনের-প্রথম-ছবির-পরিচালক-গৌতম-হালদার-হৃদ্‌রোগে-আক্রান্ত-হয়ে-প্রয়াত Read Next

বিদ্যা বালনের প্রথম ছবি...