You will be redirected to an external website

ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার হুমকি ‘দ্য কেরালা স্টোরি’ ছবির প্রযোজক

ফাঁস-দিয়ে-ঝুলিয়ে-দেওয়ার-হুমকি-‘দ্য-কেরালা-স্টোরি’-ছবির-প্রযোজক

হুমকির মুখে ‘দ্য কেরালা স্টোরি’ ছবির প্রযোজক

‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে বিতর্কের অন্ত নেই। এর মাঝেই দুর্ঘটনার কবলে পড়েন ছবির অভিনেত্রী অদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন। যদিও পরে নিজের সমাজমাধ্যমে অভিনেত্রী তাঁর হালহকিকত জানিয়ে লেখেন, তিনি সুস্থ রয়েছেন, বড় কোনও বিপদ হয়নি তাঁর। তবে দিন কয়েক ধরেই লাগাতার হুমকি পাচ্ছেন এই ছবির প্রযোজক। বার বার তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল মেরে ঝুলিয়ে দেওয়ার। সম্প্রতি এই হুমকি প্রসঙ্গে মুখ খুললেন অদা।

অভিনেত্রী বলেন, ‘‘বার বার হুমকি পাচ্ছেন আমাদের ছবির প্রযোজক। ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। গোটা ঘটনাটাই বেশ ভয়ঙ্কর। তবে সারা বিশ্বে এত ভালবাসা পাচ্ছি, মনে হচ্ছে একটা অদৃশ্য চাদর রয়েছে চারপাশে। যা আমাকে রক্ষা করছে।’’

‘দ্য কেরালা স্টোরি’তে শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্রে অভিনয় করেছেন অদা। নিজের কাজের অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমের পাতায় ভাগ করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘‘প্রথম দিন যখন আমি ছবির চিত্রনাট্য শুনেছি, আমি বুঝতে পেরেছি, এটা এক নিরীহ মেয়ের গল্প। যে আইএসিস-এর মতো একটা দলের প্যাঁচে পড়ে গিয়েছিল। সন্ত্রাসবাদের এই গল্প ভয়ঙ্কর, তবে কাউকে না কাউকে তো এই গল্পটা বলতেই হত।’’ এর আগেও ‘দ্য কেরালা স্টোরি’ সংক্রান্ত বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

সলমনের-বোনের-ঘর-থেকে-উধাও-হিরের-গয়না!-শুরুতেই-পুলিশের-জালে-পড়েন-অভিযুক্ত Read Next

সলমনের বোনের ঘর থেকে উধা...