You will be redirected to an external website

অরিজিৎ সিংয়ের কণ্ঠে পাসুরি গানটি মুক্তির পর থেকেই তুমুল বিতর্ক শুরু হয়েছে

অরিজিৎ-সিংয়ের-কণ্ঠে-পাসুরি-গানটি-মুক্তির-পর-থেকেই-তুমুল-বিতর্ক-শুরু-হয়েছে

‘পাসুরি’ রিমেক করে তুমুল আক্রমণের শিকার

অরিজিৎ সিংয়ের গান মানেই 'ফিদা' ভক্তরা। কিন্তু,পাকিস্তানি শিল্পী আলি শেঠির গাওয়া মেগাহিট গান ‘পাসুরি’-র রিমেক গাওয়ার পর থেকেই ট্রোল হচ্ছেন জনপ্রিয় এই শিল্পী। কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণীর নতুন ছবি ‘সত্যপ্রেম কি কথা’-তে এই গান গেয়েছেন অরিজিৎ।

পাকিস্তানের শিল্পী আলি শেঠি ও শেই গিলের 'কোক স্টুডিও'-য় গাওয়া 'পাসুরি' দেশের সীমারেখা ভেদ করে শ্রোতাদের মনে ভালোবাসার পতাকা উড়িয়েছিল। এই গানটির রিমেক করেছেন অরিজিৎ সিং এবং তুলসী কুমার।

এই গানটি মুক্তি পেতেই কার্যত তেতে উঠেছেন পাকিস্তানি ভক্তরা। তাঁদের গান ‘চুরি’ করা হচ্ছে, এই অভিযোগও তুলেছেন নেটিজেনদের একাংশ। যদিও অরিজিৎ ভক্তরা গায়কের ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তাঁদের কথায়, অরিজিৎ সিংয়ের এই গানটিও তাঁর ‘ম্যাজিক্যাল জার্নি’-র একটি অংশ।

সূত্রের খবর, অরিজিৎ একটি গান রেকর্ড করতে পারিশ্রমিক নেন ১৫ লাখ টাকা। 'পাসুরি নু' গাওয়ার জন্য অরিজিৎ সিং কত টাকা পেয়েছেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। বলিউডের বিভিন্ন সূত্রের দাবি, এই গানটি গাওয়ার জন্য ১২ থেকে ১৫ লাখ টাকার মধ্যে পারিশ্রমিক পেয়ে থাকতে পারেন অরিজিৎ সিং।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

পাঁচ-বছরের-দাম্পত্যে-চিড়,বিয়ে-ভাঙছে-জিতু-কমল-এবং-নবনীতা-দাসের Read Next

পাঁচ বছরের দাম্পত্যে চি...