You will be redirected to an external website

Jawan Movie: মুক্তির আগেই বিক্রি হল শাহরুখের ‘জওয়ান’ ছবির গানের স্বত্ব

Jawan-Movie:-মুক্তির-আগেই-বিক্রি-হল-শাহরুখের-‘জওয়ান’-ছবির-গানের-স্বত্ব-

বিক্রি হল শাহরুখের ‘জওয়ান’ ছবির গানের স্বত্ব

এর আগে যা হয়নি কখনও, এ বার সেটাই হল শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির ক্ষেত্রে। ছবির ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে চড়ছিল উত্তেজনার পারদ। ‘পাঠান’-এর সাফল্যের পর ফের অ্যাকশন ছবিতে শাহরুখ। সঙ্গে রয়েছে নয়নতারা ও বিজয় সেতুপতির মতো তারকারা। প্রাথমিক ভাবে জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখের ছবির। তার পরে পোস্ট প্রোডাকশন এবং ভিএফএক্সের কাজের কারণে সেই তারিখ পিছিয়ে যাওয়ায় অগস্ট মাসে ছবিমুক্তির কানাঘুষো শোনা গিয়েছিল। তবে শেষমেশ ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।

ছবির গানের সমস্ত স্বত্ব কিনে নিয়েছে টি-সিরিজ। প্রায় ৩৬ কোটি টাকায়। যা এর আগে অন্য কোনও সিনেমার ক্ষেত্রে সুদূর অতীতে হয়েছে কি না সন্দেহ।

শোনা যাচ্ছে, আগামী ৭ জুলাই ‘জওয়ান’-এর প্রচার ঝলক লঞ্চ করবেন শাহরুখ ও পরিচালক অ্যাটলি। অন্দরের খবর, চেন্নাইয়ে এক বিশেষ অতিথির উপস্থিতিতে ‘জওয়ান’-এর প্রচার ঝলক লঞ্চের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ যে বেশ বড় মাপের একটি অ্যাকশন ছবি হতে চলেছে, তা বোঝা গিয়েছিল আগেই।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Ram-Charan:-মেয়ের-অভিনব-নাম-রাখলেন-রাম-চরণ,নামের-সঙ্গে-রয়েছে-ব্রহ্মাণ্ড-পুরাণের-যোগ Read Next

Ram Charan: মেয়ের অভিনব নাম রাখ...