You will be redirected to an external website

Soumya Chakraborty: আংটিবদল করলেন ‘সারেগামাপা’-খ্যাত গায়ক সৌম্য চক্রবর্তী

Soumya-Chakraborty:-আংটিবদল-করলেন-‘সারেগামাপা’-খ্যাত-গায়ক-সৌম্য-চক্রবর্তী

বন্ধুদের উপস্থিতিতে আংটিবদল করলেন গায়ক

গায়ক ইমন চট্টোপাধ্যায় থেকে পটা, অনেকেই বিয়ে করেছেন নিজের মহিলা ভক্তকে। এ বার সেই তালিকায় জুড়ল আর এক গায়ক সৌম্য চক্রবর্তীর নাম। শনিবার পরিবার এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে আংটিবদল করলেন গায়ক।

সৌম্যর হবু বৌ তাঁর ভক্ত। ফেসবুকের মাধ্যমে ঋতিকা চক্রবর্তীর সঙ্গে পরিচয় তাঁর। সৌম্যর পেশা আর ঋতিকার পেশা সম্পূ্র্ণ আলাদা। তবে দু’জনের চিন্তাভাবনা, ভাল লাগা সব কিছুই মিলিয়ে দিয়েছে তাঁদের। দীর্ঘ দিন প্রেমের পর অবশেষে আংটিবদল হল। 

তাঁদের আংটি বদল অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় খুব বেশি কেউ ছিলেন না। একেবারেই ঘনিষ্ঠ কয়েক জন এবং বড়দের আশীর্বাদ নিয়েই জীবনের নতুন অধ্যায়ের প্রথম ধাপ পার করলেন গায়ক।ঋতিকা এই মুহূর্তে রয়েছেন বেঙ্গালুরুতে। একটি আইটি সংস্থায় চাকরি করেন তিনি। অন্য দিকে সৌম্যও ব্যস্ত মুম্বইয়ের কাজ নিয়ে। বেঙ্গালুরু এবং মুম্বই মিলিয়ে সংসার করবেন তাঁরা। গানের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’র দৌলতে লাইমলাইটে আসেন সৌম্য। তার পর বেশ কিছু কাজ করেছেন।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Jawan-:-বক্স-অফিসে-ঝড়-তুলে-এ-বার-ওটিটির-পর্দায়-আসছে-‘জওয়ান’ Read Next

Jawan : বক্স অফিসে ঝড় তুলে এ ...