You will be redirected to an external website

Oscars 2023:সেরা মৌলিক গানের বিভাগে রিয়ানাকে টেক্কা দিয়ে অস্কার জিতল ‘নাটু নাটু’

Oscars-2023:সেরা-মৌলিক-গানের-বিভাগে-রিয়ানাকে-টেক্কা-দিয়ে-অস্কার-জিতল-‘নাটু-নাটু’

অস্কার জিতল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’

ছোট থেকে বড় হয়েছেন ছুতোর মিস্ত্রির আওয়াজ শুনে। সেই সঙ্গীত পরিচালক আজ অস্কারের মঞ্চে। সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নিলেন এম এম কীরাবাণী। তে‌লুগু ছবির ইতিহাসে নজির গড়ে অস্কার জিতল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’।

এর আগে ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিক্‌স চয়েস অ্যাওয়ার্ড’ জিতে দৌড়ে এগিয়ে ছিল ‘নাটু নাটু’। একাধিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেক্কা দিয়েছে রিয়ানা, লেডি গাগার মতো তাবড় পপ তারকাদের। মনোনয়নের তালিকায় ছিল ‘টেল ইট লাইক আ ওম্যান’ ছবির ‘অ্যাপ্লজ়’ গানটিও। ‘টেল ইট লাইক আ ওম্যান’ অ্যান্থোলজির একটি ছবিতে দেখা গিয়েছিল ভারতীয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়কে। সেই সব গানকে টেক্কা দিয়ে চূড়ান্ত দৌড়ে জয় ছিনিয়ে নিল চন্দ্র বোস ও এম এম কীরাবাণীর সৃষ্টি।২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’। তার পর থেকেই চর্চার কেন্দ্রে থেকেছে এই তেলুগু ছবি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বক্স অফিসেও কুড়িয়েছে দর্শকের প্রশংসা। স্বীকৃতি পেয়েছে সমালোচকদের কাছেও। শুধু ছবিই নয়, ছবিকে ছাপিয়ে জনপ্রিয় হয়েছে ‘নাটু নাটু’ গান।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Deepika-Padukone:দীপিকার-নজরকাড়া-অস্কার-সাজ!মঞ্চে-উঠতেই-করতালির-জোয়ারে-ভাসলেন-অভিনেত্রী- Read Next

Deepika Padukone:দীপিকার নজরকাড়া ...