You will be redirected to an external website

অবশেষে অপেক্ষার অবসান,প্রকাশ্যে এল 'রকি অউর রানি কি প্রেমকাহিনি'-র টিজার

অবশেষে-অপেক্ষার-অবসান,প্রকাশ্যে-এল-'রকি-অউর-রানি-কি-প্রেমকাহিনি'-র-টিজার

প্রকাশ্যে এল ‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’-র টিজার

প্রকাশ্যে এল ‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’-র টিজার৷ বহুদিন পর এই ছবির হাত ধরেই পরিচালনায় ফিরছেন করণ জোহর৷ নতুন যে বড় কোনও চমক নিয়েই তিনি ফিরছেন তা সকলেই ধরে নিয়েছেন৷ তার উপর আবার রণবীর সিং এবং আলিয়া ভাটের জুটিকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে রয়েছেন ভক্তরা৷

‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’ ছবির টিজার দেখেই উত্তেজনা টগবগিয়ে ফুটছে দর্শকদের৷ মাত্র ১ মিনিট ১৮ সেকেন্ডের টিজারে করণের রকি ও রানির প্রেমের গল্প ফুটিয়ে তুলেছেন৷ করণ জোহরের সিনেমা মানেই বিরাট বড় ফিল্মি সেট, বরফের মধ্যে শিফন শাড়িতে নায়িকা৷ সম্পর্কের নানা দিক ও রং ফুটে উঠেছে টিজারে৷ ঠিক যেন চেনা সেই ফ্যামিলি ড্রামা৷ বলিউডের কিং খান নিজে করণের ছবির টিজার পোস্ট করে শুভেচ্ছা জানান৷ তিনি লেখেন, ‘পরিচালক হিসেবে ২৫ বছর পার৷ তুমি অনেকটা পথ হেঁটে এসেছ৷ তোমার বাবা ও আর আমার বন্ধু টম আঙ্কেল নিশ্চয় আজ তোমায় কোথা থেকে দেখছেন এবং তোমাকে নিয়ে ভীষণ গর্ববোধ করছেন৷ উনি সবসময়েই তোমাকে বেশি বেশি ছবি তৈরির কথা বলতেন এবং আমরা এটাও জানি যে তুমি সেটা পারো৷

দেখতে দেখতে বলিউডের ২৫ বছর পার করে ফেললেন করণ জোহর৷ ভায়াকম ১৮ এবং ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় আসছে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’৷ প্রতিবারের নতো এবারও রোম্যান্টিক ছবি ভক্তদের উপহার দিতে চলেছেন পরিচালক৷

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Ram-Charan:-রথযাত্রায়-সুসংবাদ,বিয়ের-১১-বছর-পর-বাবা-হলেন-তারকা-রামচরণ Read Next

Ram Charan: রথযাত্রায় সুসংবাদ,ব...